1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ভারতে ৬৩ শতাংশ কোম্পানি ইস্যু মূল্যের নিচে, বাংলাদেশে ৩১ শতাংশ
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

ভারতে ৬৩ শতাংশ কোম্পানি ইস্যু মূল্যের নিচে, বাংলাদেশে ৩১ শতাংশ

রেজোয়ান আহমেদ
  • পোস্ট হয়েছে : রবিবার, ৩ মে, ২০২০
print sharing button

কোম্পানির তালিকাভুক্তির সংখ্যা বিবেচনায় ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) থেকে বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনেক পিছিয়ে। তবে তালিকাভুক্ত কোম্পানির মানে পিছিয়ে নেই। বিএসইতে ২০১৬ সালের পরে তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর ৬৩ শতাংশ ইস্যুর মূল্যের নিচে নেমে আসলেও ডিএসইতে সেই হার ৩১ শতাংশ। আর বিএসইতে তালিকাভুক্ত হওয়ার প্রথমদিনেই ২৬ শতাংশ ইস্যু মূল্যের নিচে নামা আসার হার ডিএসইতে শূন্য।

ডিএসই ও বোম্বে স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে, প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে তুলনা করলে আইপিওর সংখ্যায় বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে আছে। ২০১৭ সাল থেকে বর্তমান সময়কালীন ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ২৩৫টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। যার পরিমাণ বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ২৯টি।

নিম্নে ডিএসই ও বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা তুলে ধরা হল-

সালভারতবাংলাদেশ
২০১৭৮৯
২০১৮৮৮১১
২০১৯৪৯
২০২০
মোট২৩৫২৯

তালিকাভুক্তিতে ভারত এগিয়ে থাকলেও শেয়ারের বাজার দরে বাংলাদেশ অনেক এগিয়ে। বোম্বে স্টক এক্সচেঞ্জে গত প্রায় সাড়ে ৩ বছরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৬৩ শতাংশ শেয়ার ইস্যু মূল্যের নিচে নেমে এসেছে। সেখানে বাংলাদেশে এই হার ৩১ শতাংশ। এই ৩১ শতাংশের মধ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য নামের অযোগ্য বিনিয়োগকারীদের মূল্যায়িত ১৭ শতাংশ কোম্পানি রয়েছে।

নিম্নে ইস্যু মূল্যের তুলনায় চলতি বছরের ২ মে’র দর পতনের চিত্র তুলে ধরা হল-

সালভারতবাংলাদেশ
২০১৭৫৮টি বা ৬৫%৩টি বা ৩৮%
২০১৮৫৮টি বা ৬৬%৩টি বা ২৭%
২০১৯২৯টি বা ৫৯%৩টি বা ৩৩%
২০২০৪টি বা ৪৪%০০০
মোট১৪৯টি বা ৬৩%৯টি বা ৩১%

এদিকে লেনদেনের প্রথমদিনে প্রতিবছরই বোম্বে স্টক এক্সচেঞ্জে কিছু কোম্পানির দর পতনের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ সেই চিত্র নেই। বোম্বে স্টক এক্সচেঞ্জে ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের প্রথমদিনেই দর পতন ঘটেছে ৬২টি বা ২৬ শতাংশ কোম্পানির। বাংলাদেশে এ হার শূন্য।

নিম্নে বোম্বে ও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথমদিন দর পতনের চিত্র তুলে ধরা হল-

সালভারতবাংলাদেশ
২০১৭২১টি বা ২৪%০০
২০১৮২৮টি বা ৩২%০০
২০১৯১১টি বা ২২%০০
২০২০২টি বা ২২%০০
মোট৬২টি বা ২৬%০০

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে তুলনায় বাংলাদেশের আইপিও’র দর ভালো অবস্থানে আছে। ভারতে প্রথমদিনেই ইস্যু মূল্যের নিচে লেনদেন হওয়ার মতো ঘটনা ঘটে। যা বাংলাদেশের শেয়ারবাজারে হয় না। এছাড়া ভারতের তুলনায় ইস্যু মূল্যে নিচে অবস্থান করা কোম্পানির হার অর্ধেকের কম হওয়া সুখবর।

বোম্বে স্টক এক্সচেঞ্জে ২০২০ সালের ১৩ জানুয়ারি তালিকাভুক্ত হওয়া জিয়ান লাইফ কেয়ারের শেয়ার দর ৮.৮০ রুপি বা ৪০ শতাংশ কমে গেছে। ২২ রুপি ইস্যু মূল্যের শেয়ারটি ২ মে ১৩.২০ রুপিতে অবস্থান করছে। এছাড়া ৫১ রুপির চন্দ্র ভগত ফার্মা ২২ শতাংশ কমে ৪০ রুপিতে, ৭৫৫ রুপির এসবিআই কার্ডস এন্ড পেমেন্ট সার্ভিসেস ২১ শতাংশ কমে ৫৯৯.১০ রুপিতে এবং ৩৬ রুপির আরও জুয়েলস ৫ শতাংশ কমে ৩৪.৩০ রুপিতে অবস্থান করছে।

নিম্নে ২০২০ সালে ভারতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দরের একটি স্ক্রিনশট তুলে ধরা হল-

বোম্বে স্টক এক্সচেঞ্জে ২০১৭ সালে ৮৯ কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এরমধ্যে ৫৮টি বা ৬৫ শতাংশ এখন ইস্যু মূল্যের নিচে। এই ৫৮ কোম্পানির মধ্যে ৭০ শতাংশের বেশি দর পতন হয়েছে ২৪টির। এই কোম্পানিগুলোর বিস্তারিত নিম্নে তুলে ধরা হল –

কোম্পানির নামইস্যু দর (রুপি)বাজার দর (রুপি)দর পতন
নোওরিট্রান্স এক্সিম লি:৩০০.৯৮২৯.০২ রুপি বা ৯৭%
মিউজিক ব্রোডকাস্ট লি:৩৩৩১৩.৯৫৩১৯.০৫ রুপি বা ৯৬%
শাংভি ব্রান্ডস৬৯৩.৪৭৬৫.৫৩ রুপি বা ৯৫%
সিএল এডুকেয়ার লি:৫০২৩৬.৮০৪৬৫.২০ রুপি বা ৯৩%
রিলস্ট্রাক্ট বিল্ডকন৫০৩.৯০৪৬.১০ রুপি বা ৯২%
এস চাঁদ অ্যান্ড কোম্পানি৬৭০৫৬.১৫৬১৩.৮৫ রুপি বা ৯২%
ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ১৬৫০১৪৯.৭০১৫০০.৩০ রুপি বা ৯১%
খাদিম ইন্ডিয়া৭৫০৯৩.৫০৬৫৬.৫০ রুপি বা ৮৮%
দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স৮০০১১৯.৮০৬৮০.২০ রুপি বা ৮৫%
জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন৯১২১৪০.১৫৭৭১.৮৫ রুপি বা ৮৫%
তেজাস নেটওয়ার্কস২৫৭৩৮.১৫২১৮.৮৫ রুপি বা ৮৫%
ফিউচার সাপ্লাই চেইন সলুশনস৬৬৪১৩৩.৯৫৫৩০.০৫ রুপি বা ৮০%
ভারত রোড নেটওয়ার্ক২০৫৪১১৬৪ রুপি বা ৮০%
মিরা ইন্ডাস্ট্রিজ২২৫৪৫১৮০ রুপি বা ৮০%
সাগর ডায়মন্ডস লি:৪৫৯.৪৫৩৫.৫৫ রুপি বা ৭৯%
শ্রীজি ট্রান্সলজিস্টিক১৩০৩০.০৫৯৯.৯৫ রুপি বা ৭৭%
এমআরসি এক্সিম১৫৩.৯০১১.১০ রুপি বা ৭৪%
কিডস মেডিক্যাল সিস্টেমস৩০৭.৯৮২২.০২ রুপি বা ৭৩%
সুপার ফাইন নেটওয়ার্কস১২৩.১৯৮.৮১ রুপি বা ৭৩%
কায়রা ফেসিলিটিজ অ্যান্ড সার্ভিসেস৪০১০.৭১২৯.২৯ রুপি বা ৭৩%
জিটিপিএল হেথওয়ে১৭০৪৭.৪০১২২.৬০ রুপি বা ৭২%
শালবি লি:২৪৮৭০.২০১৭৭.৮০ রুপি বা ৭২%
শারিকা এন্টারপ্রাইজ৪৩১২.১০৩০.৯০ রুপি বা ৭২%
জাশ ডিলমার্ক লি:৪০১১.৫০২৮.৫০ রুপি বা ৭১%

বিজনেস আওয়ার/০৩ মে, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ