কোম্পানির তালিকাভুক্তির সংখ্যা বিবেচনায় ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) থেকে বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনেক পিছিয়ে। তবে তালিকাভুক্ত কোম্পানির মানে পিছিয়ে নেই। বিএসইতে ২০১৬ সালের পরে তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর ৬৩ শতাংশ ইস্যুর মূল্যের নিচে নেমে আসলেও ডিএসইতে সেই হার ৩১ শতাংশ। আর বিএসইতে তালিকাভুক্ত হওয়ার প্রথমদিনেই ২৬ শতাংশ ইস্যু মূল্যের নিচে নামা আসার হার ডিএসইতে শূন্য।
ডিএসই ও বোম্বে স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে তুলনা করলে আইপিওর সংখ্যায় বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে আছে। ২০১৭ সাল থেকে বর্তমান সময়কালীন ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ২৩৫টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। যার পরিমাণ বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ২৯টি।
নিম্নে ডিএসই ও বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা তুলে ধরা হল-
সাল | ভারত | বাংলাদেশ |
২০১৭ | ৮৯ | ৮ |
২০১৮ | ৮৮ | ১১ |
২০১৯ | ৪৯ | ৯ |
২০২০ | ৯ | ১ |
মোট | ২৩৫ | ২৯ |
তালিকাভুক্তিতে ভারত এগিয়ে থাকলেও শেয়ারের বাজার দরে বাংলাদেশ অনেক এগিয়ে। বোম্বে স্টক এক্সচেঞ্জে গত প্রায় সাড়ে ৩ বছরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৬৩ শতাংশ শেয়ার ইস্যু মূল্যের নিচে নেমে এসেছে। সেখানে বাংলাদেশে এই হার ৩১ শতাংশ। এই ৩১ শতাংশের মধ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য নামের অযোগ্য বিনিয়োগকারীদের মূল্যায়িত ১৭ শতাংশ কোম্পানি রয়েছে।
নিম্নে ইস্যু মূল্যের তুলনায় চলতি বছরের ২ মে’র দর পতনের চিত্র তুলে ধরা হল-
সাল | ভারত | বাংলাদেশ |
২০১৭ | ৫৮টি বা ৬৫% | ৩টি বা ৩৮% |
২০১৮ | ৫৮টি বা ৬৬% | ৩টি বা ২৭% |
২০১৯ | ২৯টি বা ৫৯% | ৩টি বা ৩৩% |
২০২০ | ৪টি বা ৪৪% | ০০০ |
মোট | ১৪৯টি বা ৬৩% | ৯টি বা ৩১% |
এদিকে লেনদেনের প্রথমদিনে প্রতিবছরই বোম্বে স্টক এক্সচেঞ্জে কিছু কোম্পানির দর পতনের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ সেই চিত্র নেই। বোম্বে স্টক এক্সচেঞ্জে ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের প্রথমদিনেই দর পতন ঘটেছে ৬২টি বা ২৬ শতাংশ কোম্পানির। বাংলাদেশে এ হার শূন্য।
নিম্নে বোম্বে ও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথমদিন দর পতনের চিত্র তুলে ধরা হল-
সাল | ভারত | বাংলাদেশ |
২০১৭ | ২১টি বা ২৪% | ০০ |
২০১৮ | ২৮টি বা ৩২% | ০০ |
২০১৯ | ১১টি বা ২২% | ০০ |
২০২০ | ২টি বা ২২% | ০০ |
মোট | ৬২টি বা ২৬% | ০০ |
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে তুলনায় বাংলাদেশের আইপিও’র দর ভালো অবস্থানে আছে। ভারতে প্রথমদিনেই ইস্যু মূল্যের নিচে লেনদেন হওয়ার মতো ঘটনা ঘটে। যা বাংলাদেশের শেয়ারবাজারে হয় না। এছাড়া ভারতের তুলনায় ইস্যু মূল্যে নিচে অবস্থান করা কোম্পানির হার অর্ধেকের কম হওয়া সুখবর।
বোম্বে স্টক এক্সচেঞ্জে ২০২০ সালের ১৩ জানুয়ারি তালিকাভুক্ত হওয়া জিয়ান লাইফ কেয়ারের শেয়ার দর ৮.৮০ রুপি বা ৪০ শতাংশ কমে গেছে। ২২ রুপি ইস্যু মূল্যের শেয়ারটি ২ মে ১৩.২০ রুপিতে অবস্থান করছে। এছাড়া ৫১ রুপির চন্দ্র ভগত ফার্মা ২২ শতাংশ কমে ৪০ রুপিতে, ৭৫৫ রুপির এসবিআই কার্ডস এন্ড পেমেন্ট সার্ভিসেস ২১ শতাংশ কমে ৫৯৯.১০ রুপিতে এবং ৩৬ রুপির আরও জুয়েলস ৫ শতাংশ কমে ৩৪.৩০ রুপিতে অবস্থান করছে।
নিম্নে ২০২০ সালে ভারতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দরের একটি স্ক্রিনশট তুলে ধরা হল-
বোম্বে স্টক এক্সচেঞ্জে ২০১৭ সালে ৮৯ কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এরমধ্যে ৫৮টি বা ৬৫ শতাংশ এখন ইস্যু মূল্যের নিচে। এই ৫৮ কোম্পানির মধ্যে ৭০ শতাংশের বেশি দর পতন হয়েছে ২৪টির। এই কোম্পানিগুলোর বিস্তারিত নিম্নে তুলে ধরা হল –
কোম্পানির নাম | ইস্যু দর (রুপি) | বাজার দর (রুপি) | দর পতন |
নোওরিট্রান্স এক্সিম লি: | ৩০ | ০.৯৮ | ২৯.০২ রুপি বা ৯৭% |
মিউজিক ব্রোডকাস্ট লি: | ৩৩৩ | ১৩.৯৫ | ৩১৯.০৫ রুপি বা ৯৬% |
শাংভি ব্রান্ডস | ৬৯ | ৩.৪৭ | ৬৫.৫৩ রুপি বা ৯৫% |
সিএল এডুকেয়ার লি: | ৫০২ | ৩৬.৮০ | ৪৬৫.২০ রুপি বা ৯৩% |
রিলস্ট্রাক্ট বিল্ডকন | ৫০ | ৩.৯০ | ৪৬.১০ রুপি বা ৯২% |
এস চাঁদ অ্যান্ড কোম্পানি | ৬৭০ | ৫৬.১৫ | ৬১৩.৮৫ রুপি বা ৯২% |
ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ | ১৬৫০ | ১৪৯.৭০ | ১৫০০.৩০ রুপি বা ৯১% |
খাদিম ইন্ডিয়া | ৭৫০ | ৯৩.৫০ | ৬৫৬.৫০ রুপি বা ৮৮% |
দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স | ৮০০ | ১১৯.৮০ | ৬৮০.২০ রুপি বা ৮৫% |
জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন | ৯১২ | ১৪০.১৫ | ৭৭১.৮৫ রুপি বা ৮৫% |
তেজাস নেটওয়ার্কস | ২৫৭ | ৩৮.১৫ | ২১৮.৮৫ রুপি বা ৮৫% |
ফিউচার সাপ্লাই চেইন সলুশনস | ৬৬৪ | ১৩৩.৯৫ | ৫৩০.০৫ রুপি বা ৮০% |
ভারত রোড নেটওয়ার্ক | ২০৫ | ৪১ | ১৬৪ রুপি বা ৮০% |
মিরা ইন্ডাস্ট্রিজ | ২২৫ | ৪৫ | ১৮০ রুপি বা ৮০% |
সাগর ডায়মন্ডস লি: | ৪৫ | ৯.৪৫ | ৩৫.৫৫ রুপি বা ৭৯% |
শ্রীজি ট্রান্সলজিস্টিক | ১৩০ | ৩০.০৫ | ৯৯.৯৫ রুপি বা ৭৭% |
এমআরসি এক্সিম | ১৫ | ৩.৯০ | ১১.১০ রুপি বা ৭৪% |
কিডস মেডিক্যাল সিস্টেমস | ৩০ | ৭.৯৮ | ২২.০২ রুপি বা ৭৩% |
সুপার ফাইন নেটওয়ার্কস | ১২ | ৩.১৯ | ৮.৮১ রুপি বা ৭৩% |
কায়রা ফেসিলিটিজ অ্যান্ড সার্ভিসেস | ৪০ | ১০.৭১ | ২৯.২৯ রুপি বা ৭৩% |
জিটিপিএল হেথওয়ে | ১৭০ | ৪৭.৪০ | ১২২.৬০ রুপি বা ৭২% |
শালবি লি: | ২৪৮ | ৭০.২০ | ১৭৭.৮০ রুপি বা ৭২% |
শারিকা এন্টারপ্রাইজ | ৪৩ | ১২.১০ | ৩০.৯০ রুপি বা ৭২% |
জাশ ডিলমার্ক লি: | ৪০ | ১১.৫০ | ২৮.৫০ রুপি বা ৭১% |
বিজনেস আওয়ার/০৩ মে, ২০২০/আরএ
One thought on “ভারতে ৬৩ শতাংশ কোম্পানি ইস্যু মূল্যের নিচে, বাংলাদেশে ৩১ শতাংশ”