ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও কমলো টাকার মান

  • পোস্ট হয়েছে : ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ দেশে আবারও বাড়ল ডলারের মূল্য। ডলারের বিপরীতে ফের ৯০ পয়সা কমেছে টাকার মান। এবার ডলারের বিনিময়মূল্য বাড়ানো হয়েছে ৯০ পয়সা। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এই দিন চার ব্যাংকের কাছে ৮৯ টাকা ৯০ পয়সা রেটে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, আন্তঃব্যাংক রেট ৮৯ টাকা ৯০ পয়সায় বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আমদানি-রপ্তানির ক্ষেত্রে অন্যান্য ব্যাংকের নির্ধারিত রেটই কার্যক্রম হবে।

তিনি আরও জানান, গত রোববার ডলারের দাম ৮৯ বেধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আর প্রবাসী আয় আনার ক্ষেত্রে ডলারের দাম বেধে দেওয়া হয়েছিল ৮৯ টাকা ২০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ‘আজ থেকে বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এবং চাহিদা বিবেচনায় ডলারের নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। ব্যাংকগুলোকে ডলারের নির্ধারণ করে দেওয়া দাম তুলে নিলেও বাজার তদারকি করবে বাংলাদেশ ব্যাংক।’

বর্তমানে খোলাবাজারে ডলারের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে এসেছে। রাজধানীতে বুধবার (১ জুন) প্রতি ডলার ৯৮ থেকে ১০০ টাকায় বেচাকেনা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক ৮৯ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করছে আজ থেকে।

বিজনেস আওয়ার/ ০২ জুন, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আবারও কমলো টাকার মান

পোস্ট হয়েছে : ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ দেশে আবারও বাড়ল ডলারের মূল্য। ডলারের বিপরীতে ফের ৯০ পয়সা কমেছে টাকার মান। এবার ডলারের বিনিময়মূল্য বাড়ানো হয়েছে ৯০ পয়সা। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এই দিন চার ব্যাংকের কাছে ৮৯ টাকা ৯০ পয়সা রেটে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, আন্তঃব্যাংক রেট ৮৯ টাকা ৯০ পয়সায় বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আমদানি-রপ্তানির ক্ষেত্রে অন্যান্য ব্যাংকের নির্ধারিত রেটই কার্যক্রম হবে।

তিনি আরও জানান, গত রোববার ডলারের দাম ৮৯ বেধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আর প্রবাসী আয় আনার ক্ষেত্রে ডলারের দাম বেধে দেওয়া হয়েছিল ৮৯ টাকা ২০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ‘আজ থেকে বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এবং চাহিদা বিবেচনায় ডলারের নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। ব্যাংকগুলোকে ডলারের নির্ধারণ করে দেওয়া দাম তুলে নিলেও বাজার তদারকি করবে বাংলাদেশ ব্যাংক।’

বর্তমানে খোলাবাজারে ডলারের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে এসেছে। রাজধানীতে বুধবার (১ জুন) প্রতি ডলার ৯৮ থেকে ১০০ টাকায় বেচাকেনা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক ৮৯ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করছে আজ থেকে।

বিজনেস আওয়ার/ ০২ জুন, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: