ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিকালে বাজেট প্রস্তাব উপস্থাপন

  • পোস্ট হয়েছে : ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • 6

বিজনেস আওয়ার প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ ৯ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।

এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় বাজেট উপস্থাপনের জন্য অনুমোদন নেওয়া হবে। এটি দেশের ৫১তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ৪র্থ বাজেট।

অর্থমন্ত্রী পবিত্র কোরআন থেকে ‘তাবা-রাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুওয়া আলা কুল্লি শাই-ইন কাদীর’ আয়াত উল্লেখ করে তার বাজেট বক্তৃতা শুরু করবেন। এরপর তিনি বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস, বাঙালির বরপুত্র, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সব শহিদ ও জেল খানায় শহিদ জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

এ ছাড়া স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের সব নির্ভীক বীর সন্তান এবং মহান মুক্তিযুদ্ধে শহিদ ত্রিশ লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনকে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিকালে বাজেট প্রস্তাব উপস্থাপন

পোস্ট হয়েছে : ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ ৯ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।

এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় বাজেট উপস্থাপনের জন্য অনুমোদন নেওয়া হবে। এটি দেশের ৫১তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ৪র্থ বাজেট।

অর্থমন্ত্রী পবিত্র কোরআন থেকে ‘তাবা-রাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুওয়া আলা কুল্লি শাই-ইন কাদীর’ আয়াত উল্লেখ করে তার বাজেট বক্তৃতা শুরু করবেন। এরপর তিনি বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস, বাঙালির বরপুত্র, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সব শহিদ ও জেল খানায় শহিদ জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

এ ছাড়া স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের সব নির্ভীক বীর সন্তান এবং মহান মুক্তিযুদ্ধে শহিদ ত্রিশ লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনকে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

বিজনেস আওয়ার/০৯ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: