ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগ শুরু বৃহস্পতিবার

  • পোস্ট হয়েছে : ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • 3

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কয়েক মাস পিছিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হচ্ছে নতুন এই লিগ।

আইসিসির নিয়মানুযায়ী ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ১২ দলের সঙ্গে ত্রয়োদশ দল হিসেবে খেলবে ২০১৫-১৭ মৌসুমের সুপার লিগ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। এই লিগে দলগুলো মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। স্বাগতিক ভারত ব্যতীত এই লিগের শীর্ষ ৭ দল সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডিস বলেন, আমরা আশা করছি এই লিগের মাধ্যমে আগামী তিন বছরে ওয়ানডে ক্রিকেটে বাড়তি মাত্রা যোগ হবে। কারণটা হচ্ছে এর সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপে অংশগ্রহণ জড়িত।

উল্লেখ্য, প্রথমে ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে বিশ্বকাপের সূচি নির্ধারিত ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসায় ওয়ানডে বিশ্বকাপও অক্টোবর-নভেম্বর মাসে পিছিয়ে নেয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগ শুরু বৃহস্পতিবার

পোস্ট হয়েছে : ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কয়েক মাস পিছিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হচ্ছে নতুন এই লিগ।

আইসিসির নিয়মানুযায়ী ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ১২ দলের সঙ্গে ত্রয়োদশ দল হিসেবে খেলবে ২০১৫-১৭ মৌসুমের সুপার লিগ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। এই লিগে দলগুলো মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। স্বাগতিক ভারত ব্যতীত এই লিগের শীর্ষ ৭ দল সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডিস বলেন, আমরা আশা করছি এই লিগের মাধ্যমে আগামী তিন বছরে ওয়ানডে ক্রিকেটে বাড়তি মাত্রা যোগ হবে। কারণটা হচ্ছে এর সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপে অংশগ্রহণ জড়িত।

উল্লেখ্য, প্রথমে ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে বিশ্বকাপের সূচি নির্ধারিত ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসায় ওয়ানডে বিশ্বকাপও অক্টোবর-নভেম্বর মাসে পিছিয়ে নেয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: