ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে শেয়ারবাজার বিরোধী আমিনুরকে সরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক

  • পোস্ট হয়েছে : ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক : দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে দায়িত্বে থাকা মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরীকে অন্য বিভাগে সরিয়ে দেওয়া হয়েছে। যিনি ওই বিভাগে থেকে সবসময় শেয়ারবাজার বিরোধী কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে সব মহলে অভিযোগ আছে।

বুধবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দীন সাক্ষরিত এক চিঠিতে আমিনুর রহমানকে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে বদলী করা হয়েছে।

এই আমিনুর রহমান দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে ছিলেন। যিনি শেয়ারবাজারের ভালো অবস্থা সহ্য করতে পারেন না এবং বিরোধী কর্মকান্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই বিভাগের অন্যান্য কর্মকর্তাদের দফতর পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি আমিনুর রহমানের। চাকরির প্রায় দেড় যুগ পার করছেন, একই বিভাগে কর্মরত অবস্থায়। অভিযোগ আছে, দীর্ঘদিন একই দফতরে থেকে গভর্নরের মাধ্যমে দেশের শেয়ারবাজারকে অস্থিতিশীল করছেন তিনি। শেয়ারবাজারের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই নতুন কোনো নিয়মনীতি প্রবর্তন করে শেয়ারবাজারের বিনিয়োগকে বাধাগ্রস্ত করেন। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নানামুখী উদ্যোগে বাজারের প্রতি মানুষের কিছুটা আস্থা ফিরলেও তা আবার চিড় ধরান।

এই অবস্থায় আমিনুর রহমানকে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় শেয়ারবাজার সংশ্লিষ্টরা যে খুশি হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন……

ভূয়া সম্পত্তি দেখিয়ে আগামি সপ্তাহে অর্থ উত্তোলন করতে যাচ্ছে আছিয়া ফুডস
শেয়ারবাজারে আসার আগে আছিয়া ফুডসের অস্বাভাবিক আয় বৃদ্ধি

অন্যদিকে সম্প্রতি শেয়ারবাজারবান্ধব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যার সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পারস্পরিক বোঝাপড়া খুবই ভালো।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কমিশনে যোগদানের পর থেকেই শেয়ারবাজারের উন্নয়নে বর্তমানে সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। যাদের মধ্যে দেশের অর্থনীতির স্বার্থে পারস্পরিক বোঝাপড়া এবং সর্ম্পক্য খুবই ভালো। যে কারনে বিএসইসি চেয়ারম্যানের ডাকে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টাও করেছেন আব্দুর রউফ। তবে তার গভর্নরের নিয়োগের মাধ্যমে আগের চেয়ে অনেক বেশি উপকৃত হবে শেয়ারবাজার। যার নিয়োগে বিনিয়োগ সীমার জটিলতাসহ বাংলাদেশ ব্যাংকের শেয়ারবাজার নিয়ে নেতিবাচক মনোভাব লাঘব হবে।

বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২২/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

One thought on “অবশেষে শেয়ারবাজার বিরোধী আমিনুরকে সরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অবশেষে শেয়ারবাজার বিরোধী আমিনুরকে সরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক

পোস্ট হয়েছে : ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে দায়িত্বে থাকা মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরীকে অন্য বিভাগে সরিয়ে দেওয়া হয়েছে। যিনি ওই বিভাগে থেকে সবসময় শেয়ারবাজার বিরোধী কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে সব মহলে অভিযোগ আছে।

বুধবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দীন সাক্ষরিত এক চিঠিতে আমিনুর রহমানকে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে বদলী করা হয়েছে।

এই আমিনুর রহমান দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে ছিলেন। যিনি শেয়ারবাজারের ভালো অবস্থা সহ্য করতে পারেন না এবং বিরোধী কর্মকান্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই বিভাগের অন্যান্য কর্মকর্তাদের দফতর পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি আমিনুর রহমানের। চাকরির প্রায় দেড় যুগ পার করছেন, একই বিভাগে কর্মরত অবস্থায়। অভিযোগ আছে, দীর্ঘদিন একই দফতরে থেকে গভর্নরের মাধ্যমে দেশের শেয়ারবাজারকে অস্থিতিশীল করছেন তিনি। শেয়ারবাজারের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই নতুন কোনো নিয়মনীতি প্রবর্তন করে শেয়ারবাজারের বিনিয়োগকে বাধাগ্রস্ত করেন। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নানামুখী উদ্যোগে বাজারের প্রতি মানুষের কিছুটা আস্থা ফিরলেও তা আবার চিড় ধরান।

এই অবস্থায় আমিনুর রহমানকে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় শেয়ারবাজার সংশ্লিষ্টরা যে খুশি হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন……

ভূয়া সম্পত্তি দেখিয়ে আগামি সপ্তাহে অর্থ উত্তোলন করতে যাচ্ছে আছিয়া ফুডস
শেয়ারবাজারে আসার আগে আছিয়া ফুডসের অস্বাভাবিক আয় বৃদ্ধি

অন্যদিকে সম্প্রতি শেয়ারবাজারবান্ধব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যার সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পারস্পরিক বোঝাপড়া খুবই ভালো।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কমিশনে যোগদানের পর থেকেই শেয়ারবাজারের উন্নয়নে বর্তমানে সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। যাদের মধ্যে দেশের অর্থনীতির স্বার্থে পারস্পরিক বোঝাপড়া এবং সর্ম্পক্য খুবই ভালো। যে কারনে বিএসইসি চেয়ারম্যানের ডাকে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টাও করেছেন আব্দুর রউফ। তবে তার গভর্নরের নিয়োগের মাধ্যমে আগের চেয়ে অনেক বেশি উপকৃত হবে শেয়ারবাজার। যার নিয়োগে বিনিয়োগ সীমার জটিলতাসহ বাংলাদেশ ব্যাংকের শেয়ারবাজার নিয়ে নেতিবাচক মনোভাব লাঘব হবে।

বিজনেস আওয়ার/১৬ জুন, ২০২২/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: