ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সিপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

  • পোস্ট হয়েছে : ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • 5

স্পোর্টস ডেস্ক : করোনা লকডাউন শেষেই ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। চলতি বছরের জন্য পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আয়োজকরা। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ছয় দলের এই টুর্নামেন্ট।

পুরো টুর্নামেন্ট হবে ত্রিনিদাদ টোবাগোতে। আসরের ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেইনের কুইনস পার্ক ওভাল।

অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো বার্বাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাওয়াজ, সেইন্ট লুসিয়া জুকস এবং সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) উদ্বোধনী ম্যাচে লড়বে গতবারের রানার ত্রিনবাগো নাইট রাইডার্স ও পাঁচবারের ফাইনালিস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

তবে করোনা মহামারির সময়ে এই আসরের জন্য তারা বেঁধে দিয়েছে কিছু শর্ত। টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, অফিসিয়াল ও ম্যাচ অফিসিয়ালদের ত্রিনিদাদে যাওয়ার আগে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

সিপিএলের পূর্ণাঙ্গ সূচি

ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি

১৮ আগস্ট – ত্রিনবাগো বনাম গায়ানা (সকাল ১০টা)
১৮ আগস্ট – বার্বাডোজ বনাম সেইন্ট কিটস (বিকেল ৫.৩০ মিনিট)
১৯ আগস্ট – জ্যামাইকা বনাম সেইন্ট লুসিয়া (সকাল ১০টা)
১৯ আগস্ট – গায়ানা বনাম সেইন্ট কিটস (বিকেল ৫.৩০ মিনিট)
২০ আগস্ট – সেইন্ট লুসিয়া বনাম বার্বাডোজ (সকাল ১০টা)
২০ আগস্ট – ত্রিনবাগো বনাম জ্যামাইকা (বিকেল ৫.৩০ মিনিট)
২২ আগস্ট – সেইন্ট কিটস বনাম সেইন্ট লুসিয়া (সকাল ১০টা)
২২ আগস্ট – গায়ানা বনাম জ্যামাইকা (বিকেল ৫.৩০ মিনিট)
২৩ আগস্ট – ত্রিনবাগো বনাম বার্বাডোজ (সকাল ১০টা)
২৩ আগস্ট – গায়ানা বনা, সেইন্ট লুসিয়া (বিকেল ৫.৩০ মিনিট)

কুইনস পার্ক ওভাল
২৫ আগস্ট – সেইন্ট কিটস বনাম বার্বাডোজ (সকাল ১০টা)
২৫ আগস্ট – জ্যামাইকা বনাম গায়ানা (বিকেল ৫.৩০ মিনিট)
২৬ আগস্ট – সেইন্ট লুসিয়া বনাম ত্রিনবাগো (সকাল ১০টা)
২৬ আগস্ট – বার্বাডোজ বনাম জ্যামাইকা (বিকেল ৫.৩০ মিনিট)
২৭ আগস্ট – সেইন্ট লুসিয়া বনাম সেইন্ট কিটস (সকাল ১০টা)
২৭ আগস্ট – গায়ানা বনাম ত্রিনবাগো (বিকেল ৫.৩০ মিনিট)
২৯ আগস্ট – বার্বাডোজ বনাম ত্রিনবাগো (সকাল ১০টা)
২৯ আগস্ট – সেইন্ট কিটস বনাম জ্যামাইকা (বিকেল ৫.৩০ মিনিট)
৩০ আগস্ট – বার্বাডোজ বনাম সেইন্ট লুসিয়া (সকাল ১০টা)
৩০ আগস্ট – সেইন্ট কিটস বনাম গায়ানা (বিকেল ৫.৩০ মিনিট)

ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি
১ সেপ্টেম্বর – জ্যামাইকা বনাম ত্রিনবাগো (সকাল ১০টা)
১ সেপ্টেম্বর – গায়ানা বনাম বার্বাডোজ (বিকেল ৫.৩০ মিনিট)
২ সেপ্টেম্বর – ত্রিনবাগো বনা, সেইন্ট কিটস (সকাল ১০টা)
২ সেপ্টেম্বর – সেইন্ট লুসিয়া বনাম গায়ানা (বিকেল ৫.৩০ মিনিট)
৩ সেপ্টেম্বর – জ্যামাইকা বনাম সেইন্ট কিটস (সকাল ১০টা)
৩ সেপ্টেম্বর – বার্বাডোজ বনাম গায়ানা (বিকেল ৫.৩০ মিনিট)
৫ সেপ্টেম্বর – ত্রিনবাগো বনাম সেইন্ট লুসিয়া (সকাল ১০টা)
৫ সেপ্টেম্বর – জ্যামাইকা বনাম বার্বাডোজ (বিকেল ৫.৩০ মিনিট)
৬ সেপ্টেম্বর – সেইন্ট কিটস বনাম ত্রিনবাগো (সকাল ১০টা)
৬ সেপ্টেম্বর – সেইন্ট লুসিয়া বনাম বার্বাডোজ বিকেল ৫.৩০ মিনিট)

৮ সেপ্টেম্বর – প্রথম সেমিফাইনাল
৮ সেপ্টেম্বর – দ্বিতীয় সেমিফাইনাল
১০ সেপ্টেম্বর – ফাইনাল

উল্লেখ্য, সবগুলো সময় ত্রিনিদাদ টোবাগোর স্থানীয় সময় অনুযায়ী। আর বাংলাদেশের সময় পেতে এর সঙ্গে ১০ ঘণ্টা যোগ করতে হবে। তাহলেই উপভোগ করা যাবে সিপিএলের সব খেলা গুলো।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

পোস্ট হয়েছে : ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা লকডাউন শেষেই ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। চলতি বছরের জন্য পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আয়োজকরা। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ছয় দলের এই টুর্নামেন্ট।

পুরো টুর্নামেন্ট হবে ত্রিনিদাদ টোবাগোতে। আসরের ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেইনের কুইনস পার্ক ওভাল।

অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো বার্বাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাওয়াজ, সেইন্ট লুসিয়া জুকস এবং সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) উদ্বোধনী ম্যাচে লড়বে গতবারের রানার ত্রিনবাগো নাইট রাইডার্স ও পাঁচবারের ফাইনালিস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

তবে করোনা মহামারির সময়ে এই আসরের জন্য তারা বেঁধে দিয়েছে কিছু শর্ত। টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, অফিসিয়াল ও ম্যাচ অফিসিয়ালদের ত্রিনিদাদে যাওয়ার আগে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

সিপিএলের পূর্ণাঙ্গ সূচি

ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি

১৮ আগস্ট – ত্রিনবাগো বনাম গায়ানা (সকাল ১০টা)
১৮ আগস্ট – বার্বাডোজ বনাম সেইন্ট কিটস (বিকেল ৫.৩০ মিনিট)
১৯ আগস্ট – জ্যামাইকা বনাম সেইন্ট লুসিয়া (সকাল ১০টা)
১৯ আগস্ট – গায়ানা বনাম সেইন্ট কিটস (বিকেল ৫.৩০ মিনিট)
২০ আগস্ট – সেইন্ট লুসিয়া বনাম বার্বাডোজ (সকাল ১০টা)
২০ আগস্ট – ত্রিনবাগো বনাম জ্যামাইকা (বিকেল ৫.৩০ মিনিট)
২২ আগস্ট – সেইন্ট কিটস বনাম সেইন্ট লুসিয়া (সকাল ১০টা)
২২ আগস্ট – গায়ানা বনাম জ্যামাইকা (বিকেল ৫.৩০ মিনিট)
২৩ আগস্ট – ত্রিনবাগো বনাম বার্বাডোজ (সকাল ১০টা)
২৩ আগস্ট – গায়ানা বনা, সেইন্ট লুসিয়া (বিকেল ৫.৩০ মিনিট)

কুইনস পার্ক ওভাল
২৫ আগস্ট – সেইন্ট কিটস বনাম বার্বাডোজ (সকাল ১০টা)
২৫ আগস্ট – জ্যামাইকা বনাম গায়ানা (বিকেল ৫.৩০ মিনিট)
২৬ আগস্ট – সেইন্ট লুসিয়া বনাম ত্রিনবাগো (সকাল ১০টা)
২৬ আগস্ট – বার্বাডোজ বনাম জ্যামাইকা (বিকেল ৫.৩০ মিনিট)
২৭ আগস্ট – সেইন্ট লুসিয়া বনাম সেইন্ট কিটস (সকাল ১০টা)
২৭ আগস্ট – গায়ানা বনাম ত্রিনবাগো (বিকেল ৫.৩০ মিনিট)
২৯ আগস্ট – বার্বাডোজ বনাম ত্রিনবাগো (সকাল ১০টা)
২৯ আগস্ট – সেইন্ট কিটস বনাম জ্যামাইকা (বিকেল ৫.৩০ মিনিট)
৩০ আগস্ট – বার্বাডোজ বনাম সেইন্ট লুসিয়া (সকাল ১০টা)
৩০ আগস্ট – সেইন্ট কিটস বনাম গায়ানা (বিকেল ৫.৩০ মিনিট)

ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি
১ সেপ্টেম্বর – জ্যামাইকা বনাম ত্রিনবাগো (সকাল ১০টা)
১ সেপ্টেম্বর – গায়ানা বনাম বার্বাডোজ (বিকেল ৫.৩০ মিনিট)
২ সেপ্টেম্বর – ত্রিনবাগো বনা, সেইন্ট কিটস (সকাল ১০টা)
২ সেপ্টেম্বর – সেইন্ট লুসিয়া বনাম গায়ানা (বিকেল ৫.৩০ মিনিট)
৩ সেপ্টেম্বর – জ্যামাইকা বনাম সেইন্ট কিটস (সকাল ১০টা)
৩ সেপ্টেম্বর – বার্বাডোজ বনাম গায়ানা (বিকেল ৫.৩০ মিনিট)
৫ সেপ্টেম্বর – ত্রিনবাগো বনাম সেইন্ট লুসিয়া (সকাল ১০টা)
৫ সেপ্টেম্বর – জ্যামাইকা বনাম বার্বাডোজ (বিকেল ৫.৩০ মিনিট)
৬ সেপ্টেম্বর – সেইন্ট কিটস বনাম ত্রিনবাগো (সকাল ১০টা)
৬ সেপ্টেম্বর – সেইন্ট লুসিয়া বনাম বার্বাডোজ বিকেল ৫.৩০ মিনিট)

৮ সেপ্টেম্বর – প্রথম সেমিফাইনাল
৮ সেপ্টেম্বর – দ্বিতীয় সেমিফাইনাল
১০ সেপ্টেম্বর – ফাইনাল

উল্লেখ্য, সবগুলো সময় ত্রিনিদাদ টোবাগোর স্থানীয় সময় অনুযায়ী। আর বাংলাদেশের সময় পেতে এর সঙ্গে ১০ ঘণ্টা যোগ করতে হবে। তাহলেই উপভোগ করা যাবে সিপিএলের সব খেলা গুলো।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: