বিজনেস আওয়ার প্রতিবেদক : ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে এসএমইতে আসা হিমাদ্রি লিমিটেডের ২০২০-২১ অর্থবছরের আর্থিক হিসাবে কাল্পনিক ৯ কোটি ৮০ লাখ টাকার অস্পর্শনীয় সম্পত্তি দেখানো হয়েছে। এতে করে নিট সম্পদ মূল্য বেশি দেখানো হয়েছে।
হিমাদ্রি লিমিটেডের ২০২০-২১ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
ওটিসি থেকে এসএমইতে আনা হিমাদ্রির পরিশোধিত মূলধনের পরিমাণ মাত্র ৭৫ লাখ টাকা। এরমধ্যে আবার উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৯৮.৪৩ শতাংশ। যাতে করে এসএমইর কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে কম লেনদেনযোগ্য শেয়ার হিমাদ্রির। যে কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীর আগ্রহ থাকলেও কোন বিক্রেতা থাকে না। এই কোম্পানিটির মাত্র ১১ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেনযোগ্য।
এই পরিস্থিতিতে গত ১৯ মে’র ১৩.৮০ টাকার হিমাদ্রির শেয়ার দর ২৭ জুন ৩২.১০ টাকায় উঠে এসেছে। এরমধ্যে যে কয়দিন শেয়ারটি লেনদেন হয়েছে, তার প্রতিদিনই প্রায় ১টি শেয়ার হয়েছে।
আরও পড়ুন……
ভূয়া সম্পত্তি দেখিয়ে শেয়ারবাজারে আসছে আছিয়া সী ফুডস
বিজনেস আওয়ার/২৮ জুন, ২০২২/এস