1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ মুক্তির আগেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে মেহবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি।

আগামী শুক্রবার (২৯ জুলাই) দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তুমুল আলোচিত এ সিনেমাটি। দেশের সবগুলো মাল্টিপ্লেক্সের পাশাপাশি বেশকিছু সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শিত হবে সিনেমাটি।

সিনেমাটির ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি এখন ট্রেডিংয়ে রয়েছে। গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ এবং গানটিতে কন্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু। ইতিমধ্যেই গানটি সারা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গানটির কারণেই যেন দর্শকদের মধ্যে ‘হাওয়া’ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির শুক্র ও শনিবারের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে। যার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে সুবাতাসের হাওয়া বইছে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির গল্পে গড়ে উঠেছে মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে রহস্যময় বেদেনী তরুণীর আগমনকে ঘিরে! রহস্যময়ী চরিত্রটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি। আরো দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। এছাড়া সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোসসহ বেশ কয়েকজন শিল্পীও অভিনয় করেছেন।

শুক্রবার ঢাকা ও ঢাকার বাইরে মোট ২৩টি সিনেমা হলে ‘হাওয়া’ মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রেক্ষাগৃহের তালিকা:

বিজনেস আওয়ার/ ২৮ জুলাই, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ