ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেলো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় ১০ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারে বিপর্যয় শুরু হয় সফরকারী দলের। আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান লিটন দাসকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন ভিকটর নিয়াউচি। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে ১৩ রান।

পরের ওভারেই নিয়াউচির দ্বিতীয় শিকার হয়ে ২ রানে থেমে যায় অভিষিক্ত পারভেজ হোসেন ইমনের ইনিংসের চাকা।

বড় ইনিংস খেলতে ব্যর্থ হন এনামুল হক বিজয়ও। ১৩ বলে ১৪ রানে মাধেভেরের বলে স্টাম্প হারিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। আর তাতেই পতন ঘটে বাংলাদেশের তৃতীয় উইকেটের।

এরপর ইনিংস মেরামতের দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

১৬ রানের জুটির পর শান্তকে বিদায় নিতে হয় শন উইলিয়ামসের শিকার হয়ে। ৬০ রান তুলতে পতন ঘটে বাংলাদেশের চতুর্থ উইকেটের।

উইকেটের একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাওয়া রিয়াদ থামেন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ২৭ বলে ২৭ করে।

শেষ বলে আফিফ হোসেন ও মাহেদী হাসান জয়ের সুবাস এনে দিয়েছিলেন বাংলাদেশকে কিছু সময়ের জন্য। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেই থেমে যায় বাংলাদেশের রানের চাকা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনারদের সামনে হিমশিম খেতে থাকেন জিম্বাবুয়ের ব্যাটাররা। ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে শঙ্কা জাগে তাদের শতরানের নিচে গুটিয়ে যাওয়ার।

সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন রায়ান বার্ল। তার ঝড়ো ফিফটি ও লুক জঙ্গওয়ের ক্যামিওতে দেড় শ ছাড়ায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ১৫৬ রানের পুঁজি দাঁড় করায় জিম্বাবুয়ে।

বিজনেস আওয়ার/ ২আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেলো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় ১০ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারে বিপর্যয় শুরু হয় সফরকারী দলের। আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান লিটন দাসকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন ভিকটর নিয়াউচি। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে ১৩ রান।

পরের ওভারেই নিয়াউচির দ্বিতীয় শিকার হয়ে ২ রানে থেমে যায় অভিষিক্ত পারভেজ হোসেন ইমনের ইনিংসের চাকা।

বড় ইনিংস খেলতে ব্যর্থ হন এনামুল হক বিজয়ও। ১৩ বলে ১৪ রানে মাধেভেরের বলে স্টাম্প হারিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। আর তাতেই পতন ঘটে বাংলাদেশের তৃতীয় উইকেটের।

এরপর ইনিংস মেরামতের দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

১৬ রানের জুটির পর শান্তকে বিদায় নিতে হয় শন উইলিয়ামসের শিকার হয়ে। ৬০ রান তুলতে পতন ঘটে বাংলাদেশের চতুর্থ উইকেটের।

উইকেটের একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাওয়া রিয়াদ থামেন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ২৭ বলে ২৭ করে।

শেষ বলে আফিফ হোসেন ও মাহেদী হাসান জয়ের সুবাস এনে দিয়েছিলেন বাংলাদেশকে কিছু সময়ের জন্য। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেই থেমে যায় বাংলাদেশের রানের চাকা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনারদের সামনে হিমশিম খেতে থাকেন জিম্বাবুয়ের ব্যাটাররা। ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে শঙ্কা জাগে তাদের শতরানের নিচে গুটিয়ে যাওয়ার।

সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন রায়ান বার্ল। তার ঝড়ো ফিফটি ও লুক জঙ্গওয়ের ক্যামিওতে দেড় শ ছাড়ায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ১৫৬ রানের পুঁজি দাঁড় করায় জিম্বাবুয়ে।

বিজনেস আওয়ার/ ২আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: