ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবার স্বল্পদৈর্ঘে মেহজাবীন!

  • পোস্ট হয়েছে : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • 0

বিনোদন ডেস্ক : বড় পর্দায় বেশ কয়েকবার তার নাম শোনা গেলেও শেষা পর্যন্ত কোনো সিনেমাতেই দেখা যায়নি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এবার প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন মেহজাবীন। এর নাম ‘২৩ শ্রাবণ’।

ইশতিয়াক মীরের পরিচালনায় স্বল্পদৈর্ঘটি আজ রাত ৯টায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে। এখানে ফোনে তাদের পরিচয় হওয়া এক জুটির প্রেম কাহিনি ফুটে উঠবে। তাদের প্রথম দেখা হয় পরিচয়ের ৬ মাস পর। সে দিনটি ২৩ শে শ্রাবণ।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, স্বল্পদৈর্ঘটির প্রথম অর্ধেক দেখে মনে হবে এটা প্রেমের গল্প। কিন্তু এটা কি সত্যিই প্রেমের গল্প? সেই উত্তর মিলবে ‘২৩ শে শ্রাবণের’ শেষ দৃশ্যে।’ তাই জানতে হলে আজ রাত ৯টায় চোখ রাখতে হবে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

স্বল্পদৈর্ঘটির ব্যাপারে মেহজাবীন চৌধুরী বলেন, ক্যারিয়ারের বিশেষ কাজ এটি৷ আর এর মাধ্যমে প্রথমবার শুর্ট ফিল্মে কাজ করলাম। আশা করছি সবাই উপভোগ করেবন।

নির্মাতা সুত্রে জানা গেছে, স্বল্পদৈর্ঘটিতে মেহজাবীন চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন তানাজি কুন, রাকিবউদ্দিন, জাকারিয়া, লতা, বায়োজিদ, জয় সিরাজ, অপূর্ব, সিয়াম, হিমেল, সাদীসহ অনেকেই।

বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রথমবার স্বল্পদৈর্ঘে মেহজাবীন!

পোস্ট হয়েছে : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০

বিনোদন ডেস্ক : বড় পর্দায় বেশ কয়েকবার তার নাম শোনা গেলেও শেষা পর্যন্ত কোনো সিনেমাতেই দেখা যায়নি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এবার প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন মেহজাবীন। এর নাম ‘২৩ শ্রাবণ’।

ইশতিয়াক মীরের পরিচালনায় স্বল্পদৈর্ঘটি আজ রাত ৯টায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে। এখানে ফোনে তাদের পরিচয় হওয়া এক জুটির প্রেম কাহিনি ফুটে উঠবে। তাদের প্রথম দেখা হয় পরিচয়ের ৬ মাস পর। সে দিনটি ২৩ শে শ্রাবণ।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, স্বল্পদৈর্ঘটির প্রথম অর্ধেক দেখে মনে হবে এটা প্রেমের গল্প। কিন্তু এটা কি সত্যিই প্রেমের গল্প? সেই উত্তর মিলবে ‘২৩ শে শ্রাবণের’ শেষ দৃশ্যে।’ তাই জানতে হলে আজ রাত ৯টায় চোখ রাখতে হবে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

স্বল্পদৈর্ঘটির ব্যাপারে মেহজাবীন চৌধুরী বলেন, ক্যারিয়ারের বিশেষ কাজ এটি৷ আর এর মাধ্যমে প্রথমবার শুর্ট ফিল্মে কাজ করলাম। আশা করছি সবাই উপভোগ করেবন।

নির্মাতা সুত্রে জানা গেছে, স্বল্পদৈর্ঘটিতে মেহজাবীন চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন তানাজি কুন, রাকিবউদ্দিন, জাকারিয়া, লতা, বায়োজিদ, জয় সিরাজ, অপূর্ব, সিয়াম, হিমেল, সাদীসহ অনেকেই।

বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: