ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ডিমের ব্যবসা করলে গানম্যান রাখতাম: আসিফ

  • পোস্ট হয়েছে : ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • 1

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় একজন সংগীত শিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব তিনি। সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে তার মতামত নির্দ্বিধায় সেখানে তুলে ধরেন। চড়া দামে ডিম কেনার বিষয়েও সরব তিনি। তবে এবার ডিম নয়, ডিম বিক্রেতাকে নিয়ে লিখেছেন এই গুণী শিল্পী।

তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: আজ সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। নাম কাওসার। তাঁর ভ্যানভর্তি মুরগীর ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিলে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পেছনে প্রহরী নাই, এ সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম। কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম। এক পর্যায়ে বললো- স্যার মাস্কটা খুলেন। একটা নাম্বার দিলো। কল দিলাম। বললো- স্যার এটা আমার বউয়ের ইমো নাম্বার। ছবিটা পাঠাই দিয়েন।

আসিফ লিখেছেন, কাওসার বোকা ছেলে। না হলে কি আমার মতো রমণীমোহন কাউকে বউয়ের নাম্বার দেয়!

তিনি আরো লিখেছেন, ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিম এখন সোনার ডিম হয়ে গেছে। ভালো থাকুক খেটে খাওয়া কাওসারের দল। চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনো এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে। ভালোবাসা অবিরাম।

বিজনেস আওয়ার/ ১৬ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিমের ব্যবসা করলে গানম্যান রাখতাম: আসিফ

পোস্ট হয়েছে : ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় একজন সংগীত শিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব তিনি। সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে তার মতামত নির্দ্বিধায় সেখানে তুলে ধরেন। চড়া দামে ডিম কেনার বিষয়েও সরব তিনি। তবে এবার ডিম নয়, ডিম বিক্রেতাকে নিয়ে লিখেছেন এই গুণী শিল্পী।

তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: আজ সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। নাম কাওসার। তাঁর ভ্যানভর্তি মুরগীর ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিলে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পেছনে প্রহরী নাই, এ সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম। কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম। এক পর্যায়ে বললো- স্যার মাস্কটা খুলেন। একটা নাম্বার দিলো। কল দিলাম। বললো- স্যার এটা আমার বউয়ের ইমো নাম্বার। ছবিটা পাঠাই দিয়েন।

আসিফ লিখেছেন, কাওসার বোকা ছেলে। না হলে কি আমার মতো রমণীমোহন কাউকে বউয়ের নাম্বার দেয়!

তিনি আরো লিখেছেন, ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিম এখন সোনার ডিম হয়ে গেছে। ভালো থাকুক খেটে খাওয়া কাওসারের দল। চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনো এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে। ভালোবাসা অবিরাম।

বিজনেস আওয়ার/ ১৬ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: