ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশাল পুঁজিতেও কষ্টের জয় পাকিস্তানের

  • পোস্ট হয়েছে : ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফখর জামানের সেঞ্চুরি ও বাবর আজমের ফিফটিতে ৩১৪ রানের বিশাল পুঁজি পেয়েছিল পাকিস্তান। কিন্তু নিজেদের মাঠে নেদারল্যান্ডস যে কতটা ভয়ংকর দল হয়ে উঠতে পারে তা আবারও তা প্রমাণ করলো তাদের ব্যাটসম্যানরা।

পাল্টা জবাবে পাকিস্তানকে ভয় দেখিয়ে জয়ের পথেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি। ৮ উইকেটে ২৯৮ রানে থামে তাদের ইনিংস। ১৬ রানের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

রটারডামে টস জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। ২ রানে সাজঘরে ফেরেন ইমাম-উল-হক। ফখর জামান শুরুতে মন্থর গতিতে ব্যাট করলেও থিতু হওয়ার পর দারুণ সব শট খেলে ব‍্যবধান ঘুচিয়ে দেন । ১০৯ বলে ১২ চার ও এক ছক্কায় খেলেন ১০৯ রানের ইনিংস। পেয়ে যান ক‌্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।

বাবর একই পথে হাঁটছিলেন। ৮৫ বলে ৭৪ রানে তার ইনিংসটি শেষ হয়। দ্বিতীয় উইকেটে এই দুজন ১৬৮ রানের জুটি গড়েন। শেষটায় ঝড় তোলেন শাদাব ও অভিষিক্ত সালমান। শাদাব ২৮ বলে ৪৮ ও সালমান ১৬ বলে ২৭ রান করেন।

লক্ষ‌্য তাড়ায় তিন ফিফটিতে দারুণ জবাব দেয় নেদারল‌্যান্ডস। তবে কেউ দায়িত্ব নিয়ে ফিনিশিং করতে না পারায় শেষটায় হাসতে পারেনি স্বাগতিকরা। ওপেনিংয়ে বিক্রমজিত সিং ৯৮ বলে ৬৫ রান করেন। মাঝে অভিজ্ঞ টম কুমার ৫৪ বলে করেন ৬৫ রান। উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান স্কট এডওয়ার্ডস ৬০ বলে ৭১ রান করে অপরাজিত থাকলেও জয়ের কাজ শেষ করতে পারেননি। এছাড়া শেষ দিকে ২৪ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন লোগান ভন বিক।

বল হাতে পাকিস্তানের সেরা হারিস রউফ ও নাসিম শাহ। ৩টি করে উইকেট পেয়েছেন তারা। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নেওয়াজ।

১৬ রানের জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে ১০ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট এখন একশ ছুঁয়েছে। এর আগে ইংল‌্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তানের পয়েন্টও একশ ছুঁয়েছিল।

সেঞ্চুরিতে ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ফখর জামান।

বৃহস্পতিবার একই মাঠে দ্বিতীয় ম‌্যাচে মাঠে নামবে দুই দল।

বিজনেস আওয়ার/১৭ আগস্ট, ২০২২/এম এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশাল পুঁজিতেও কষ্টের জয় পাকিস্তানের

পোস্ট হয়েছে : ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফখর জামানের সেঞ্চুরি ও বাবর আজমের ফিফটিতে ৩১৪ রানের বিশাল পুঁজি পেয়েছিল পাকিস্তান। কিন্তু নিজেদের মাঠে নেদারল্যান্ডস যে কতটা ভয়ংকর দল হয়ে উঠতে পারে তা আবারও তা প্রমাণ করলো তাদের ব্যাটসম্যানরা।

পাল্টা জবাবে পাকিস্তানকে ভয় দেখিয়ে জয়ের পথেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি। ৮ উইকেটে ২৯৮ রানে থামে তাদের ইনিংস। ১৬ রানের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

রটারডামে টস জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। ২ রানে সাজঘরে ফেরেন ইমাম-উল-হক। ফখর জামান শুরুতে মন্থর গতিতে ব্যাট করলেও থিতু হওয়ার পর দারুণ সব শট খেলে ব‍্যবধান ঘুচিয়ে দেন । ১০৯ বলে ১২ চার ও এক ছক্কায় খেলেন ১০৯ রানের ইনিংস। পেয়ে যান ক‌্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।

বাবর একই পথে হাঁটছিলেন। ৮৫ বলে ৭৪ রানে তার ইনিংসটি শেষ হয়। দ্বিতীয় উইকেটে এই দুজন ১৬৮ রানের জুটি গড়েন। শেষটায় ঝড় তোলেন শাদাব ও অভিষিক্ত সালমান। শাদাব ২৮ বলে ৪৮ ও সালমান ১৬ বলে ২৭ রান করেন।

লক্ষ‌্য তাড়ায় তিন ফিফটিতে দারুণ জবাব দেয় নেদারল‌্যান্ডস। তবে কেউ দায়িত্ব নিয়ে ফিনিশিং করতে না পারায় শেষটায় হাসতে পারেনি স্বাগতিকরা। ওপেনিংয়ে বিক্রমজিত সিং ৯৮ বলে ৬৫ রান করেন। মাঝে অভিজ্ঞ টম কুমার ৫৪ বলে করেন ৬৫ রান। উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান স্কট এডওয়ার্ডস ৬০ বলে ৭১ রান করে অপরাজিত থাকলেও জয়ের কাজ শেষ করতে পারেননি। এছাড়া শেষ দিকে ২৪ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন লোগান ভন বিক।

বল হাতে পাকিস্তানের সেরা হারিস রউফ ও নাসিম শাহ। ৩টি করে উইকেট পেয়েছেন তারা। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নেওয়াজ।

১৬ রানের জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে ১০ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট এখন একশ ছুঁয়েছে। এর আগে ইংল‌্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তানের পয়েন্টও একশ ছুঁয়েছিল।

সেঞ্চুরিতে ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ফখর জামান।

বৃহস্পতিবার একই মাঠে দ্বিতীয় ম‌্যাচে মাঠে নামবে দুই দল।

বিজনেস আওয়ার/১৭ আগস্ট, ২০২২/এম এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: