1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ছয় মাসে সোয়া দুই লাখ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

ছয় মাসে সোয়া দুই লাখ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার ডেস্ক : বিদ্যুৎ জ্বালানি ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছে, গত ৬ মাসে সোয়া দুই লাখ অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। এ সময়ে অভিযান চালানো হয়েছে ১৬৪টি। পাইপ কাটা হয়েছে ২২০ দশমিক ৬৩ কিলোমিটারের সমান।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী সেখানে লেখেন, অবৈধ ও বকেয়াজনিত সংযোগ উচ্ছেদ করে বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিতাসের গত ছয় মাসের প্রচেষ্টার ফল। মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনার আশপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে তথ্য দিয়ে তিতাসকে সহযোগিতা করুন।

রাজধানীসহ এর আশপাশের বিভিন্ন অঞ্চলে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস। অবৈধভাবে স্থাপিত গ্যাস পাইপলাইন অপসারণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ