ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি আইনে সিরিজ সমতা নিউজিল্যান্ডের

  • পোস্ট হয়েছে : ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শুক্রবার (১৯ আহস্ট) রাতে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫০ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।

এদিন ওভালে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। জবাবে ৩৫.৩ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৫০ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।

টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট গুড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। সাউদি ৪টি ও বোল্ট ৩টি উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের ইয়ানিক কারিয়াহ ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫২ রান করেন। আলজারি যোসেফ করেন ৪৯ রান। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। এছাড়া শেই হোপ ১৬, ক্যাচি কার্তি ১৬ ও আকিল হোসেন ১১ রান করেন।

তার আগে ব্যাট হাতে নিউ জিল্যান্ডকে ২১২ রানের সংগ্রহ পেতে অবদান রাখেন উদ্বোধনী ব্যাটসম্যান ফিন অ্যালেন। ইনিংসের গোড়াপত্তন করতে এসে ৪০.১ ওভার পর্যন্ত ব্যাটিং করেন তিনি। ১১৭ বল মোকাবিলা করে ৭টি চার ও ৩ ছক্কায় ৯৬ রান করে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন ড্যারিল মিচেল। এছাড়া মিচেল স্যান্টনার অপরাজিত ২৬ ও ট্রেন্ট বোল্ট ১৬ রান করেন।

বল হাতে উইন্ডিজের কেভিন সিনক্লেয়ার ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন জ্যাসন হোল্ডার আর আকিল নেন ২টি উইকেট। ম্যাচসেরা হন ফিন এলেন।

সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।

বিজনেস আওয়ার/২০ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বৃষ্টি আইনে সিরিজ সমতা নিউজিল্যান্ডের

পোস্ট হয়েছে : ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শুক্রবার (১৯ আহস্ট) রাতে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫০ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।

এদিন ওভালে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। জবাবে ৩৫.৩ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৫০ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।

টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট গুড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। সাউদি ৪টি ও বোল্ট ৩টি উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের ইয়ানিক কারিয়াহ ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫২ রান করেন। আলজারি যোসেফ করেন ৪৯ রান। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। এছাড়া শেই হোপ ১৬, ক্যাচি কার্তি ১৬ ও আকিল হোসেন ১১ রান করেন।

তার আগে ব্যাট হাতে নিউ জিল্যান্ডকে ২১২ রানের সংগ্রহ পেতে অবদান রাখেন উদ্বোধনী ব্যাটসম্যান ফিন অ্যালেন। ইনিংসের গোড়াপত্তন করতে এসে ৪০.১ ওভার পর্যন্ত ব্যাটিং করেন তিনি। ১১৭ বল মোকাবিলা করে ৭টি চার ও ৩ ছক্কায় ৯৬ রান করে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন ড্যারিল মিচেল। এছাড়া মিচেল স্যান্টনার অপরাজিত ২৬ ও ট্রেন্ট বোল্ট ১৬ রান করেন।

বল হাতে উইন্ডিজের কেভিন সিনক্লেয়ার ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন জ্যাসন হোল্ডার আর আকিল নেন ২টি উইকেট। ম্যাচসেরা হন ফিন এলেন।

সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।

বিজনেস আওয়ার/২০ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: