ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপে অনিশ্চিত হাসান মাহমুদ

  • পোস্ট হয়েছে : ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • 5

hasan

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে শনিবার (২০ আগস্ট) থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন। অনুশীলনে প্রথম দিনই বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা। পায়ের গোড়ালিতে চোট পেয়ে এশিয়া কাপে অনিশ্চিত পেসার হাসান মাহমুদ।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, আমরা এক্স-রের রিপোর্ট পেয়েছি। ভালো আসছে। গোড়ালির ফোলা কমেনি। দুইদিন সে বিশ্রামে থাকবে। ফোলা না কমলে দুইদিন পর আমরা এমআরই করাবো। এরপরই নিশ্চিত হতে পারবো এশিয়া কাপে খেলবে কি খেলবে না।

এ ধরণের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেই হিসেবে তাকে এশিয়া কাপে পাওয়া যাচ্ছে না মোটামুটি নিশ্চিত।

তবে বিসিবি ভালো কিছুর আশায় তাকে বিশ্রামে রেখে অপেক্ষা করতে চাইছে। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হয়েছিল হাসানের। সেখানে দারুণ পারফর্ম করে টিকে গেছেন এশিয়া কাপে। কিন্তু ইনজুরি দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় কি না সেটাই এখন চিন্তার বিষয়।

বিজনেস আওয়ার/২০ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এশিয়া কাপে অনিশ্চিত হাসান মাহমুদ

পোস্ট হয়েছে : ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে শনিবার (২০ আগস্ট) থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন। অনুশীলনে প্রথম দিনই বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা। পায়ের গোড়ালিতে চোট পেয়ে এশিয়া কাপে অনিশ্চিত পেসার হাসান মাহমুদ।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, আমরা এক্স-রের রিপোর্ট পেয়েছি। ভালো আসছে। গোড়ালির ফোলা কমেনি। দুইদিন সে বিশ্রামে থাকবে। ফোলা না কমলে দুইদিন পর আমরা এমআরই করাবো। এরপরই নিশ্চিত হতে পারবো এশিয়া কাপে খেলবে কি খেলবে না।

এ ধরণের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেই হিসেবে তাকে এশিয়া কাপে পাওয়া যাচ্ছে না মোটামুটি নিশ্চিত।

তবে বিসিবি ভালো কিছুর আশায় তাকে বিশ্রামে রেখে অপেক্ষা করতে চাইছে। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হয়েছিল হাসানের। সেখানে দারুণ পারফর্ম করে টিকে গেছেন এশিয়া কাপে। কিন্তু ইনজুরি দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় কি না সেটাই এখন চিন্তার বিষয়।

বিজনেস আওয়ার/২০ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: