ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা ক্লাস ফোর-ফাইভের ছাত্র না: সাকিব

  • পোস্ট হয়েছে : ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপ থেকে শুরু করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটের পথচলায় এখনও দল ধুঁকছে। সামনে দুটি বড় টুর্নামেন্ট- এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। নতুন করে দলের সঙ্গে যুক্ত হয়েছেন টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরন শ্রীরাম।

বারবারই বলা হচ্ছে, মানসিকতা বদলে ফেলার কথা। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর ফিলোসোফি পছন্দ হচ্ছে না তাদের।

সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথাও ঘুরেফিরে আসছে। তবে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব বেশি জরুরি না; সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস তার। তিনি বলছেন ক্লাস ফোর-ফাইভের ছাত্র কেউ না।

তিনি বলেছেন, এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না। ’

‘যেটা হচ্ছে যে সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনি করি। এর জন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নাই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে। ’

বিজনেস আওয়ার/ ২২ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আমরা ক্লাস ফোর-ফাইভের ছাত্র না: সাকিব

পোস্ট হয়েছে : ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপ থেকে শুরু করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটের পথচলায় এখনও দল ধুঁকছে। সামনে দুটি বড় টুর্নামেন্ট- এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। নতুন করে দলের সঙ্গে যুক্ত হয়েছেন টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরন শ্রীরাম।

বারবারই বলা হচ্ছে, মানসিকতা বদলে ফেলার কথা। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর ফিলোসোফি পছন্দ হচ্ছে না তাদের।

সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথাও ঘুরেফিরে আসছে। তবে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব বেশি জরুরি না; সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস তার। তিনি বলছেন ক্লাস ফোর-ফাইভের ছাত্র কেউ না।

তিনি বলেছেন, এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না। ’

‘যেটা হচ্ছে যে সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনি করি। এর জন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নাই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে। ’

বিজনেস আওয়ার/ ২২ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: