1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : bikash halder : bikash halder
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
ম্যাশ নাকি মুশি, কাকে বাঁচালেন তামিম!
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন

ম্যাশ নাকি মুশি, কাকে বাঁচালেন তামিম!

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৪ মে, ২০২০
print sharing button

স্পোর্টস ডেস্ক : মুশফিকের সঙ্গে তামিমের বন্ধুত্ব সেই বয়সভিত্তিক দলের থেকে আর মাশরাফির সঙ্গে জাতীয় দলে থেকে সম্পর্ক অনেক গাঢ়। নিজের লাইভ আড্ডার শেষ এপিসোডে ফেঁসে গেলেন তামিম। নিজের সব থেকে প্রিয় বন্ধু নাকি প্রিয় মানুষ দুইজনের মধ্যে কাকে বাঁচাবেন তামিম?

এমন প্রশ্ন করে বড্ড প্যাঁচেই তামিমকে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তামিমের শো’তে তাকেই প্রশ্ন করা হলো, বাংলাদেশ দলে তার সবচেয়ে প্রিয় বন্ধু কে? তামিম জবাবে দিলেন, ‘মুশফিক আছে। মাশরাফি ভাই আছেন। সাকিব আছে।’

তবে এরপরেই রিয়াদ চেপে ধরলেন তামিমকে। এবারের অবশ্য কে বেশি কাছের বন্ধু এমন প্রশ্ন নয়। রিয়াদ জানালেন দুইজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। তামিমের প্রতি রিয়াদের প্রশ্ন, ‘একটা নৌকায় দুজন আছে মাশরাফি ভাই আর মুশি। একজনকেই বাঁচাতে পারবি। কাকে বাঁচাবি?’

তামিম যেন তখনই থমকে গেলেন। কাকে রেখে কার কথা বলবেন। একজন তার ছোটার বেলার বন্ধু আর একজনকে সে বন্ধুর থেকেও বেশি কিছু মনে করেন। শেষ পর্যন্ত অবশ্য বন্ধুকেই বেছে নিয়েছেন তামিম। তিনি বলেন, ‘মুশফিককে বাচাবো।’

যদিও এর আগে বেশ কিছুক্ষণ চুপ করেই ছিলেন তিনি। সে সময় তামিম বলেন, ‘যদি মাশরাফি ভাইর নাম না বলি মানুষ গালি দিবে।’ তখন অবশ্য রিয়াদ আবারও তামিমকে চাপ দিয়ে বলেন একজনকে বেছে নিতে হবে। পরে অবশ্য আনন্দ নিয়েই শেষ হয় লাইভ শো।

বিজনেস আওয়ার/২৪ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ