ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচে স্ট্যান্ডিং টিকিটের দাম ১৭০০ টাকা

  • পোস্ট হয়েছে : ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক: উন্মাদনা চরমে। আগামী রবিবার এশিয়া কাপে মুখোমুখি দুই দেশ। সেই ম্যাচ নিয়ে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই ২৩ অক্টোবর টি–২০ বিশ্বকাপে ভারত–পাক ম্যাচ নিয়েও এখন থেকেই টিকিটের হাহাকার শুরু হয়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সব টিকিট নিঃশেষিত। আইসিসি এবার দাঁড়িয়ে ভারত–পাক ম্যাচ দেখার জন্য টিকিট ছাড়ল। প্রায় চার হাজার টিকিট ছাড়া হবে বলে জানা গেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এই স্ট্যান্ডিং রুমের টিকিটের দাম ধার্য্য করা হয়েছে ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৭০০ টাকা।

আইসিসির থেকে বলা হয়েছে, ‘‌আরও বেশি সংখ্যক ক্রিকেট ভক্তকে ভারত–পাক ম্যাচ দেখার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিট এখনও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এবার খেলা দেখার সুযোগ থাকছে।’‌ ১৬ অক্টোবর এই টিকিট বিক্রি হবে। কেউ চাইলে নিজের টিকিট বিক্রিও করতে পারেন ওইদিন।

গত ফেব্রুয়ারিতেই ভারত–পাক ম্যাচের সব টিকিট শেষ হয়ে গিয়েছিল। টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজার দর্শক খেলা দেখতে পারেন। আইসিসির উদ্যোগে এবার মেলবোর্নে ভারত–পাক ম্যাচে দর্শক সংখ্যা হতে চলেছে ৯৪ হাজার।

বিজনেস আওয়ার/ ২৫ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টি-২০ বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচে স্ট্যান্ডিং টিকিটের দাম ১৭০০ টাকা

পোস্ট হয়েছে : ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: উন্মাদনা চরমে। আগামী রবিবার এশিয়া কাপে মুখোমুখি দুই দেশ। সেই ম্যাচ নিয়ে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই ২৩ অক্টোবর টি–২০ বিশ্বকাপে ভারত–পাক ম্যাচ নিয়েও এখন থেকেই টিকিটের হাহাকার শুরু হয়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সব টিকিট নিঃশেষিত। আইসিসি এবার দাঁড়িয়ে ভারত–পাক ম্যাচ দেখার জন্য টিকিট ছাড়ল। প্রায় চার হাজার টিকিট ছাড়া হবে বলে জানা গেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এই স্ট্যান্ডিং রুমের টিকিটের দাম ধার্য্য করা হয়েছে ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৭০০ টাকা।

আইসিসির থেকে বলা হয়েছে, ‘‌আরও বেশি সংখ্যক ক্রিকেট ভক্তকে ভারত–পাক ম্যাচ দেখার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিট এখনও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এবার খেলা দেখার সুযোগ থাকছে।’‌ ১৬ অক্টোবর এই টিকিট বিক্রি হবে। কেউ চাইলে নিজের টিকিট বিক্রিও করতে পারেন ওইদিন।

গত ফেব্রুয়ারিতেই ভারত–পাক ম্যাচের সব টিকিট শেষ হয়ে গিয়েছিল। টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯০ হাজার দর্শক খেলা দেখতে পারেন। আইসিসির উদ্যোগে এবার মেলবোর্নে ভারত–পাক ম্যাচে দর্শক সংখ্যা হতে চলেছে ৯৪ হাজার।

বিজনেস আওয়ার/ ২৫ আগস্ট, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: