ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ওভারে ব্যাটারের চেয়ে বোলারই বেশি চাপে থাকেন: হার্দিক

  • পোস্ট হয়েছে : ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক : জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ৭ রান। মোহাম্মদ নওয়াজের করা প্রথম বলেই আউট হয়ে গেলেন রবিন্দ্র জাদেজা। পরের বলে ১ রান নিয়ে হার্দিক পান্ডিয়াকে স্ট্রাইক দেন দিনেশ কার্তিক। অফস্ট্যাম্পের বাইরের তৃতীয় বলটি সজোরে ড্রাইভ করেন হার্দিক। কিন্তু কভারে সেটি থামিয়ে দেন বাবর আজম।

ঠিক পরের বলেই লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন ভারতের এ তারকা অলরাউন্ডার। সবমিলিয়ে ব্যাট হাতে চারটি চার ও এক ছয়ের মারে ১৭ বলে ৩৩ রানের ঝড় তোলেন তিনি। হার্দিক এর আগে বল হাতেও ২৬ রান খরচায় নেন তিনটি উইকেট। যা তাকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণে আগে কথা বলতে আসেন পরাজিত দল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শেষ ওভারে নওয়াজকে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, শেষ ওভারে ১৫ রান রাখার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তা থাকেনি, হার্দিকও দারুণভাবে ম্যাচ শেষ করেছে।

পরে ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করে হার্দিক সোজাসুজিই বলেছেন, শেষ ওভারে ৭ রানের বদলে ১৫ রান থাকলেও তার কোনো সমস্যা ছিল না। কেননা শেষ ওভারে ব্যাটারের চেয়ে বেশি চাপে থাকেন বোলারই। তাই শেষ ওভারে কত রান বাকি, তা নিয়ে চিন্তা করছিলেন না হার্দিক।

তিনি বলেছেন, এমন রান তাড়ায় আপনি সবসময় ওভার বাই ওভার এগোবেন। আমি জানতাম তাদের একজন তরুণ বোলার আছে, একজন বাঁহাতি স্পিনারও আছে। শেষ ওভারে আমাদের ৭ রান দরকার ছিল, এটি যদি ১৫ও হতো সমস্যা ছিল না। আমি জানি, শেষ ওভারে বোলারই বেশি চাপে থাকে। আমি সবসময় বিষয়গুলো সহজ রাখি।’

বিজনেস আওয়ার/ ২৯ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেষ ওভারে ব্যাটারের চেয়ে বোলারই বেশি চাপে থাকেন: হার্দিক

পোস্ট হয়েছে : ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ৭ রান। মোহাম্মদ নওয়াজের করা প্রথম বলেই আউট হয়ে গেলেন রবিন্দ্র জাদেজা। পরের বলে ১ রান নিয়ে হার্দিক পান্ডিয়াকে স্ট্রাইক দেন দিনেশ কার্তিক। অফস্ট্যাম্পের বাইরের তৃতীয় বলটি সজোরে ড্রাইভ করেন হার্দিক। কিন্তু কভারে সেটি থামিয়ে দেন বাবর আজম।

ঠিক পরের বলেই লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন ভারতের এ তারকা অলরাউন্ডার। সবমিলিয়ে ব্যাট হাতে চারটি চার ও এক ছয়ের মারে ১৭ বলে ৩৩ রানের ঝড় তোলেন তিনি। হার্দিক এর আগে বল হাতেও ২৬ রান খরচায় নেন তিনটি উইকেট। যা তাকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণে আগে কথা বলতে আসেন পরাজিত দল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শেষ ওভারে নওয়াজকে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, শেষ ওভারে ১৫ রান রাখার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তা থাকেনি, হার্দিকও দারুণভাবে ম্যাচ শেষ করেছে।

পরে ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করে হার্দিক সোজাসুজিই বলেছেন, শেষ ওভারে ৭ রানের বদলে ১৫ রান থাকলেও তার কোনো সমস্যা ছিল না। কেননা শেষ ওভারে ব্যাটারের চেয়ে বেশি চাপে থাকেন বোলারই। তাই শেষ ওভারে কত রান বাকি, তা নিয়ে চিন্তা করছিলেন না হার্দিক।

তিনি বলেছেন, এমন রান তাড়ায় আপনি সবসময় ওভার বাই ওভার এগোবেন। আমি জানতাম তাদের একজন তরুণ বোলার আছে, একজন বাঁহাতি স্পিনারও আছে। শেষ ওভারে আমাদের ৭ রান দরকার ছিল, এটি যদি ১৫ও হতো সমস্যা ছিল না। আমি জানি, শেষ ওভারে বোলারই বেশি চাপে থাকে। আমি সবসময় বিষয়গুলো সহজ রাখি।’

বিজনেস আওয়ার/ ২৯ আগস্ট,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: