ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘এমি অ্যাওয়ার্ড’ জিতলেন বারাক ওবামা

  • পোস্ট হয়েছে : ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • 3

বিনোদন ডেস্ক: প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা সম্প্রতি এমি অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ, ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’-এ কাজের জন্য সেরা কথক বিভাগে এমি জিতেছেন। খবর এবিসি নিউজের।

বারাক এবং মিশেল ওবামার প্রযোজনা সংস্থা ‘হায়ার গ্রাউন্ড’ এর প্রযোজিত পাঁচ ভাগের এই শোতে বিশ্বের জাতীয় উদ্যানগুলিকে সংযুক্ত করা হয়েছে। এমি জেতা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন বারাক ওবামা। এর ১৯৫৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেন হাওয়ারকে বিশেষ এমি পুরস্কার দেওয়া হয়েছিল।

শনিবার রাতের ক্রিয়েটিভ আর্টস এমিস-এ পুরস্কারের জন্য বিখ্যাত মনোনীতদের পূর্ণ তালিকায় বারাক ওবামার নামটি ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। মনোনিতদের তালিকায় করিম আবদুল-জব্বার, ডেভিড অ্যাটেনবরো এবং লুপিতা নিয়ংয়ের নামও ছিল।

বারাক ওবামা এর আগে তার দুটি স্মৃতিকথা ‘দ্য অডেসিটি অব হোপ’ এবং ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এর অডিওবুক পড়ার জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন। মিশেল ওবামা ২০২০ সালে তার অডিওবুক পড়ার জন্য নিজের গ্র্যামি জিতেছিলেন।

এতসব পুরস্কার জেতার পর ইজিওটি হওয়ার পথে অর্ধেক এগিয়ে গেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইজিওটি একটি বিশেষ শ্রেণীর বিনোদনকারীদের বোঝায় যারা একটি এমি, একটি গ্র্যামি, একটি অস্কার এবং একটি টনি জিতেছে৷ আজ পর্যন্ত ১৭ জনের নামে এমন অর্জন রয়েছে।

বিজনেস আওয়ার/ ০৫ সেপ্টেম্বর, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘এমি অ্যাওয়ার্ড’ জিতলেন বারাক ওবামা

পোস্ট হয়েছে : ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা সম্প্রতি এমি অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ, ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’-এ কাজের জন্য সেরা কথক বিভাগে এমি জিতেছেন। খবর এবিসি নিউজের।

বারাক এবং মিশেল ওবামার প্রযোজনা সংস্থা ‘হায়ার গ্রাউন্ড’ এর প্রযোজিত পাঁচ ভাগের এই শোতে বিশ্বের জাতীয় উদ্যানগুলিকে সংযুক্ত করা হয়েছে। এমি জেতা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন বারাক ওবামা। এর ১৯৫৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেন হাওয়ারকে বিশেষ এমি পুরস্কার দেওয়া হয়েছিল।

শনিবার রাতের ক্রিয়েটিভ আর্টস এমিস-এ পুরস্কারের জন্য বিখ্যাত মনোনীতদের পূর্ণ তালিকায় বারাক ওবামার নামটি ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। মনোনিতদের তালিকায় করিম আবদুল-জব্বার, ডেভিড অ্যাটেনবরো এবং লুপিতা নিয়ংয়ের নামও ছিল।

বারাক ওবামা এর আগে তার দুটি স্মৃতিকথা ‘দ্য অডেসিটি অব হোপ’ এবং ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এর অডিওবুক পড়ার জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন। মিশেল ওবামা ২০২০ সালে তার অডিওবুক পড়ার জন্য নিজের গ্র্যামি জিতেছিলেন।

এতসব পুরস্কার জেতার পর ইজিওটি হওয়ার পথে অর্ধেক এগিয়ে গেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইজিওটি একটি বিশেষ শ্রেণীর বিনোদনকারীদের বোঝায় যারা একটি এমি, একটি গ্র্যামি, একটি অস্কার এবং একটি টনি জিতেছে৷ আজ পর্যন্ত ১৭ জনের নামে এমন অর্জন রয়েছে।

বিজনেস আওয়ার/ ০৫ সেপ্টেম্বর, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: