ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তুমি ছিলে প্রজন্মের সেরা: শাবনূর

  • পোস্ট হয়েছে : ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • 6

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে ক্ষণজন্মা এই চিত্রনায়ককে স্মরণ করেছেন নন্দিত নায়িকা শাবনূর।

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন। সেখান থেকে ফেসবুকে সালমান শাহর সঙ্গে তিনি একটি ছবি প্রকাশ করেছেন। অনুভূতির কথা জানিয়ে লিখেছেন: ‘ক্ষণজন্মা নায়ক তুমি তোমার শূন্যতায় আজো ভুগছে ঢালিউড। তুমি ছিলে প্রজন্মের সেরা যেখানেই থাকো খুব ভালো থাকো।’

এদিকে সালমান শহর মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া, মিলাদ ও কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে তার পরিবার ও সালমান শাহর ভক্ত-অনুরাগীরা। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন। প্রথম সিনেমাতেই সারা দেশের মানুষের মন জয় করে নেয় তার অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে। স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন।

‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’ সিনেমাগুলোর নাম আসলেই ভেসে ওঠে তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ-শাবনূরের মুখ। এই জুটি ১৪টি সিনেমায় অভিনয় করেন। যার অধিকাংশই সুপার হিট ব্যবসা করে।

বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তুমি ছিলে প্রজন্মের সেরা: শাবনূর

পোস্ট হয়েছে : ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে ক্ষণজন্মা এই চিত্রনায়ককে স্মরণ করেছেন নন্দিত নায়িকা শাবনূর।

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন। সেখান থেকে ফেসবুকে সালমান শাহর সঙ্গে তিনি একটি ছবি প্রকাশ করেছেন। অনুভূতির কথা জানিয়ে লিখেছেন: ‘ক্ষণজন্মা নায়ক তুমি তোমার শূন্যতায় আজো ভুগছে ঢালিউড। তুমি ছিলে প্রজন্মের সেরা যেখানেই থাকো খুব ভালো থাকো।’

এদিকে সালমান শহর মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া, মিলাদ ও কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে তার পরিবার ও সালমান শাহর ভক্ত-অনুরাগীরা। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন। প্রথম সিনেমাতেই সারা দেশের মানুষের মন জয় করে নেয় তার অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে। স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন।

‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’ সিনেমাগুলোর নাম আসলেই ভেসে ওঠে তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ-শাবনূরের মুখ। এই জুটি ১৪টি সিনেমায় অভিনয় করেন। যার অধিকাংশই সুপার হিট ব্যবসা করে।

বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: