ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নাঈম-তিশার বিচ্ছেদ ঠেকালো করোনা!

  • পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • 1

বিনোদন ডেস্ক : ফিসবোলে আটকে পড়া দুই মাছের মতোই ওদের জীবন। একই ঘেরাটোপে বন্দি। চার বছরের সংসার জীবনে এখন এতোই তিক্ততা যে, পরস্পরের মুখ দেখতেও চায়না তারা। বিয়ের দায় অনেক মিটিয়েছে, এবার ওরা চায় বিচ্ছেদের মাধ্যমে মুক্তি।

কিন্তু বিচ্ছেদের আগেই করোনাকাল ওদের আবার একত্রে থাকতে বাধ্য করে। আর সেই বাধ্য সময়ে অবাধ্য দুই মানুষ পরস্পরকে চিনতে শেখে নতুন করে। আহমেদ খান হীরক ও সাগর শরিফুজ্জামানের রচনায় এবং শুভ্র খানের পরিচালনায় ‘বিপন্নবাস’ নাটকে অভিনয় করেছেন এফএস নাঈম ও তাসনুভা তিশা।

নাটকটি প্রসঙ্গে নাঈম বলেন, মহামারি করোনায় পৃথিবীতে করুণ সুর বাজছে। করোনার দিনগুলোতে এমন অনেক পজেটিভ ঘটনাও আছে। তেমনই গল্প এটা। কাজটি করা খুব উপভোগ্য ছিল আমার জন্য। গোছানো একটা কাজ। আশা করি দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটে, দীপ্ত টিভিতে।

বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নাঈম-তিশার বিচ্ছেদ ঠেকালো করোনা!

পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০

বিনোদন ডেস্ক : ফিসবোলে আটকে পড়া দুই মাছের মতোই ওদের জীবন। একই ঘেরাটোপে বন্দি। চার বছরের সংসার জীবনে এখন এতোই তিক্ততা যে, পরস্পরের মুখ দেখতেও চায়না তারা। বিয়ের দায় অনেক মিটিয়েছে, এবার ওরা চায় বিচ্ছেদের মাধ্যমে মুক্তি।

কিন্তু বিচ্ছেদের আগেই করোনাকাল ওদের আবার একত্রে থাকতে বাধ্য করে। আর সেই বাধ্য সময়ে অবাধ্য দুই মানুষ পরস্পরকে চিনতে শেখে নতুন করে। আহমেদ খান হীরক ও সাগর শরিফুজ্জামানের রচনায় এবং শুভ্র খানের পরিচালনায় ‘বিপন্নবাস’ নাটকে অভিনয় করেছেন এফএস নাঈম ও তাসনুভা তিশা।

নাটকটি প্রসঙ্গে নাঈম বলেন, মহামারি করোনায় পৃথিবীতে করুণ সুর বাজছে। করোনার দিনগুলোতে এমন অনেক পজেটিভ ঘটনাও আছে। তেমনই গল্প এটা। কাজটি করা খুব উপভোগ্য ছিল আমার জন্য। গোছানো একটা কাজ। আশা করি দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটে, দীপ্ত টিভিতে।

বিজনেস আওয়ার/০৬ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: