ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট শ্রীলঙ্কার

  • পোস্ট হয়েছে : ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • 6

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে ভানুকা রাজাপাকসের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৭০ রান করে লঙ্কানরা। তাতে এশিয়া কাপের ফাইনালে প্রথম ইনিংস শেষে জমজমাট লড়াইয়ের আভাসই দিয়ে রাখল শ্রীলঙ্কা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের প্রথম ওভারে নাসিম শাহর শিকার হন কুশল মেন্ডিস (০)। হারিস রউফের গতির কাছে হার মানেন পাথুম নিশাঙ্কা (৮) ও দানুস্কা গুনাথিলাকা (১)। অধিনায়ক দাসুন শানাকাও (২) ফিরে যান দ্রুত। কিছুটা লড়াই করেন ধনাঞ্জয়া ডি সিলভা। ২৮ রানে পার্ট টাইম অফস্পিনার ইফতেখার আহমেদের শিকার হন ডানহাতি এ ব্যাটার।

এরপর হাসারাঙ্কা ও রাজাপাকসের ৫৮ রানের জুটিতে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। হাসারাঙ্গা ৩৬ রানে সাজঘরে ফেরেন। ক্যারিয়ারে তৃতীয় হাফসেঞ্চুরি তুলে ৭১ রানে অপরাজিত থাকেন রাজাপাকসে।

২০১৪ সালের পর প্রথমবার এশিয়া কাপের ফাইনাল খেলছে এ দুই দল। এদিকে, টানা চার ম্যাচ পর টস হারলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। চার ম্যাচেই লঙ্কানরা রান তাড়া করে জেতে। ফাইনালে নতুন চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে লঙ্কানদের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে পাকিস্তান। এ পর্যন্ত ২২ বারের মুখোমুখি লড়াইয়ে ১৩ বার জিতেছে এশিয়া কাপের তিন বারের চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কা জিতেছে ৯ বার। এশিয়া কাপের পরিসংখ্যানে আবার শ্রীলঙ্কা এগিয়ে। ১৬ বারের লড়াইয়ে লঙ্কানরা জিতেছে ১১ ম্যাচ আর পাকিস্তান ৫ ম্যাচ।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, আসিফ আলী, খুশদিল শাহ, ওসমান কাদির, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও নাসিম শাহ।

শ্রীলঙ্কা একাদশ
পাথুন নিশানকা, কুশন মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুনকা গুনাথিলাকা, ভানুকা রাজপক্ষে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, প্রমোদ মাধুসান, মহেশ থিকশানা ও দিলশান মাদুশঙ্কা।

বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট শ্রীলঙ্কার

পোস্ট হয়েছে : ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে ভানুকা রাজাপাকসের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৭০ রান করে লঙ্কানরা। তাতে এশিয়া কাপের ফাইনালে প্রথম ইনিংস শেষে জমজমাট লড়াইয়ের আভাসই দিয়ে রাখল শ্রীলঙ্কা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের প্রথম ওভারে নাসিম শাহর শিকার হন কুশল মেন্ডিস (০)। হারিস রউফের গতির কাছে হার মানেন পাথুম নিশাঙ্কা (৮) ও দানুস্কা গুনাথিলাকা (১)। অধিনায়ক দাসুন শানাকাও (২) ফিরে যান দ্রুত। কিছুটা লড়াই করেন ধনাঞ্জয়া ডি সিলভা। ২৮ রানে পার্ট টাইম অফস্পিনার ইফতেখার আহমেদের শিকার হন ডানহাতি এ ব্যাটার।

এরপর হাসারাঙ্কা ও রাজাপাকসের ৫৮ রানের জুটিতে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। হাসারাঙ্গা ৩৬ রানে সাজঘরে ফেরেন। ক্যারিয়ারে তৃতীয় হাফসেঞ্চুরি তুলে ৭১ রানে অপরাজিত থাকেন রাজাপাকসে।

২০১৪ সালের পর প্রথমবার এশিয়া কাপের ফাইনাল খেলছে এ দুই দল। এদিকে, টানা চার ম্যাচ পর টস হারলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। চার ম্যাচেই লঙ্কানরা রান তাড়া করে জেতে। ফাইনালে নতুন চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে লঙ্কানদের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে পাকিস্তান। এ পর্যন্ত ২২ বারের মুখোমুখি লড়াইয়ে ১৩ বার জিতেছে এশিয়া কাপের তিন বারের চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কা জিতেছে ৯ বার। এশিয়া কাপের পরিসংখ্যানে আবার শ্রীলঙ্কা এগিয়ে। ১৬ বারের লড়াইয়ে লঙ্কানরা জিতেছে ১১ ম্যাচ আর পাকিস্তান ৫ ম্যাচ।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, আসিফ আলী, খুশদিল শাহ, ওসমান কাদির, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও নাসিম শাহ।

শ্রীলঙ্কা একাদশ
পাথুন নিশানকা, কুশন মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুনকা গুনাথিলাকা, ভানুকা রাজপক্ষে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, প্রমোদ মাধুসান, মহেশ থিকশানা ও দিলশান মাদুশঙ্কা।

বিজনেস আওয়ার/১১ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: