ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন রাজা চার্লস

  • পোস্ট হয়েছে : ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • 5

বিজনেস আওয়ার ডেস্ক: যুক্তরাজ্যের নতুন রাজা হিসাবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিয়েছেন চার্লস। দায়িত্ব গ্রণের পর সোমবার (১২ সেপ্টেম্বর) পার্লামেন্টে তিনি প্রথম ভাষণ দিলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সেই ‘নিবেদিতপ্রাণ সেবা’র ধারাই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।

ভাষণে রাজা চার্লস বলেন, ‘যেভাবে রানি নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন। আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, ঈশ্বর আমার জন্য বাকি যেটুকু সময় বরাদ্দ রেখেছেন, পুরোটা জুড়ে আমি আমাদের দেশের প্রাণকেন্দ্রে সাংবিধানিক নীতিকে সমুন্নত রাখব।

এসময় রাজা তৃতীয় চার্লস দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রিয় মামা’ (রানি দ্বিতীয় এলিজাবেথ) আমাদের ছেড়ে চলে গেছেন। আগামী সপ্তাহে আমার মা-এর মরদেহ শায়িত করা হবে। আমাদের নিজেদের মূল্যবোধ টিকিয়ে রাখার পাশাপাশি আমাদের অবিচল থাকতে হবে।

মা রানি দ্বিতীয় এলিজাবেথকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভাষণ শেষ করেন রাজা তৃতীয় চার্লস, এসময় ওয়েস্টমিনিস্টার হলে বাজানো হয় ব্রিটিশ জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং।’

বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর, ২০২২/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন রাজা চার্লস

পোস্ট হয়েছে : ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: যুক্তরাজ্যের নতুন রাজা হিসাবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিয়েছেন চার্লস। দায়িত্ব গ্রণের পর সোমবার (১২ সেপ্টেম্বর) পার্লামেন্টে তিনি প্রথম ভাষণ দিলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সেই ‘নিবেদিতপ্রাণ সেবা’র ধারাই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।

ভাষণে রাজা চার্লস বলেন, ‘যেভাবে রানি নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন। আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, ঈশ্বর আমার জন্য বাকি যেটুকু সময় বরাদ্দ রেখেছেন, পুরোটা জুড়ে আমি আমাদের দেশের প্রাণকেন্দ্রে সাংবিধানিক নীতিকে সমুন্নত রাখব।

এসময় রাজা তৃতীয় চার্লস দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রিয় মামা’ (রানি দ্বিতীয় এলিজাবেথ) আমাদের ছেড়ে চলে গেছেন। আগামী সপ্তাহে আমার মা-এর মরদেহ শায়িত করা হবে। আমাদের নিজেদের মূল্যবোধ টিকিয়ে রাখার পাশাপাশি আমাদের অবিচল থাকতে হবে।

মা রানি দ্বিতীয় এলিজাবেথকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভাষণ শেষ করেন রাজা তৃতীয় চার্লস, এসময় ওয়েস্টমিনিস্টার হলে বাজানো হয় ব্রিটিশ জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং।’

বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর, ২০২২/ এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: