ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে আর্থিক বরাদ্দ নয়

  • পোস্ট হয়েছে : ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক: ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় যেসব রাস্তার প্রশস্ততা ২০ ফুটের কম, সেসব রাস্তার উন্নয়নে কোনো ধরনের আর্থিক বরাদ্দ করা হবে না’ বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এর নগরভবনে ডিএনসিসির ১৬তম কর্পোরেশন সভা সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চিঠি দিয়ে জানাতে হবে। নকশা অনুমোদনের ক্ষেত্রে কেমন ছিল সেটি ডিএনসিসিকে প্রদান করতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলের ফলে রাস্তা সরু হয়ে যায়। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের যাতায়াতে যতটুকু সম্ভব স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে।

এসময় মেয়র বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, জ্যাম কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুততম সময়ের সাথে বর্জ্য অপসারণ, ময়লার প্যাসেঞ্জ পরিষ্কার ও কাওরান বাজারের কাঁচাবাজার স্থানান্তর নিয়েও আলোচনা করেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ ডিএনসিসির কাউন্সিলররা।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে আর্থিক বরাদ্দ নয়

পোস্ট হয়েছে : ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় যেসব রাস্তার প্রশস্ততা ২০ ফুটের কম, সেসব রাস্তার উন্নয়নে কোনো ধরনের আর্থিক বরাদ্দ করা হবে না’ বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এর নগরভবনে ডিএনসিসির ১৬তম কর্পোরেশন সভা সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চিঠি দিয়ে জানাতে হবে। নকশা অনুমোদনের ক্ষেত্রে কেমন ছিল সেটি ডিএনসিসিকে প্রদান করতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলের ফলে রাস্তা সরু হয়ে যায়। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের যাতায়াতে যতটুকু সম্ভব স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে।

এসময় মেয়র বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, জ্যাম কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুততম সময়ের সাথে বর্জ্য অপসারণ, ময়লার প্যাসেঞ্জ পরিষ্কার ও কাওরান বাজারের কাঁচাবাজার স্থানান্তর নিয়েও আলোচনা করেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ ডিএনসিসির কাউন্সিলররা।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: