ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যে ৯ পণ্যের দাম নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি বলেছেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে নয়টি নিত্যপণ্যের দাম সাত দিনের মধ্যে ঠিক করে দেওয়া হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সব দেশেই তেলসহ দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তাই দেশেও বাড়ছে। তবে বর্তমান পরিস্থিতিতে মালিকরা যে পরিমান লাভ করছেন, শ্রমিকরা তার ন্যায্য পাচ্ছে কিনা সে বিষয়টি গবেষণা করে দেখার আহ্বান জানান তিনি।

শ্রম মন্ত্রণালয়কে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে তাতে শ্রমিকদের চলতে কষ্ট হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদাভাবে ওএমএস চালুর আশ্বাস দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দ্রুত প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এক সপ্তাহের মধ্যে ৯ পণ্যের দাম নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী

পোস্ট হয়েছে : ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি বলেছেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে নয়টি নিত্যপণ্যের দাম সাত দিনের মধ্যে ঠিক করে দেওয়া হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সব দেশেই তেলসহ দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তাই দেশেও বাড়ছে। তবে বর্তমান পরিস্থিতিতে মালিকরা যে পরিমান লাভ করছেন, শ্রমিকরা তার ন্যায্য পাচ্ছে কিনা সে বিষয়টি গবেষণা করে দেখার আহ্বান জানান তিনি।

শ্রম মন্ত্রণালয়কে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে তাতে শ্রমিকদের চলতে কষ্ট হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদাভাবে ওএমএস চালুর আশ্বাস দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দ্রুত প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

বিজনেস আওয়ার/১৬ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: