ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মেসির একমাত্র গোলে শীর্ষে উঠলো পিএসজি

  • পোস্ট হয়েছে : ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • 0

স্পোর্টস ডেস্ক: এবারের মৌসুমটি প্যারিস সেন্ট জার্মেইয়ের জার্সিতে দারুণ কাটছে লিওনেল মেসির। নিয়মিত গোল পাচ্ছেন, গোল করাচ্ছেন। রবিবার লিগ ওয়ানে লিওঁর মাঠেও দারুণ শুরু হয় পিএসজির। পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন মেসি। তার একমাত্র গোলে জয় নিয়ে ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা।

সব প্রতিযোগিতা মিলে পিএসজি ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্র করেছে। সবশেষ জয় আরও দারুণ হতে পারতো, কিন্তু অসংখ্য সুযোগ নষ্ট করায় এক গোলের বেশি করতে পারেনি।

দারুণ শুরু হয় পিএসজির। প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের পাস থেকে অ্যান্থনি লোপেসকে পরাস্ত করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

দ্বিতীয়ার্ধে আরেকটি সুযোগ পান মেসি। কিন্তু লোপেস দুর্দান্ত সেভে স্বাগতিকদের বাঁচান। লিওঁ তাদের সেরা সুযোগ পায় ৭৬তম মিনিটে। মারকুইনহোস গোল লাইন থেকে মুসা দেম্বেলের হেড ফিরিয়ে দেন।

পিএসজির জন্য আরও দুটি সুযোগ তৈরি করেছিলেন মেসি ও নেইমার। কিন্তু লোপেস তাদের বাধা দেন। অবশ্য স্বাগতিকরা আর কখনও হুমকি হয়ে ওঠেনি প্যারিস ক্লাবের জন্য।

বিজনেস আওয়ার/ ১৯ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসির একমাত্র গোলে শীর্ষে উঠলো পিএসজি

পোস্ট হয়েছে : ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: এবারের মৌসুমটি প্যারিস সেন্ট জার্মেইয়ের জার্সিতে দারুণ কাটছে লিওনেল মেসির। নিয়মিত গোল পাচ্ছেন, গোল করাচ্ছেন। রবিবার লিগ ওয়ানে লিওঁর মাঠেও দারুণ শুরু হয় পিএসজির। পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন মেসি। তার একমাত্র গোলে জয় নিয়ে ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা।

সব প্রতিযোগিতা মিলে পিএসজি ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্র করেছে। সবশেষ জয় আরও দারুণ হতে পারতো, কিন্তু অসংখ্য সুযোগ নষ্ট করায় এক গোলের বেশি করতে পারেনি।

দারুণ শুরু হয় পিএসজির। প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের পাস থেকে অ্যান্থনি লোপেসকে পরাস্ত করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

দ্বিতীয়ার্ধে আরেকটি সুযোগ পান মেসি। কিন্তু লোপেস দুর্দান্ত সেভে স্বাগতিকদের বাঁচান। লিওঁ তাদের সেরা সুযোগ পায় ৭৬তম মিনিটে। মারকুইনহোস গোল লাইন থেকে মুসা দেম্বেলের হেড ফিরিয়ে দেন।

পিএসজির জন্য আরও দুটি সুযোগ তৈরি করেছিলেন মেসি ও নেইমার। কিন্তু লোপেস তাদের বাধা দেন। অবশ্য স্বাগতিকরা আর কখনও হুমকি হয়ে ওঠেনি প্যারিস ক্লাবের জন্য।

বিজনেস আওয়ার/ ১৯ সেপ্টেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: