ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ: ৩ জনের বিরুদ্ধে মামলা

  • পোস্ট হয়েছে : ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জিএমপির সদর থানার এসআই মোসাব্বির হোসেন বেলুন সরবরাহের দায়িত্বে থাকা তিন জনকে আসামি করে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা আসামিরা হলেন- বাবুল, মানিক ও কিবরিয়া। তবে অভিযুক্তদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে তিনজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা নাশকতার প্রমাণ পাওয়া গেলে গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আমন্ত্রিত অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে মূল মঞ্চে চলে যান। কিন্তু বেলুনগুলো আকাশের দিকে না ওড়ে পুলিশ লাইন্সের ভেতরে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সামনে গিয়ে পড়ে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে আসা কৌতুক অভিনেতা আবু হেনা রনি পুনরায় বেলুনগুলো ওড়ানোর জন্য গেলে হঠাৎ বিস্ফোরিত হয়।

এতে আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন আহত হন। গুরুতর আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন আবু হেনা রনি। তার শরীরের ১৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতেই গাজীপুর মহানগর পুলিশের ডিসি (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। তদন্তের কাজ চলছে। তদন্তে আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে গ্রেফতারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ: ৩ জনের বিরুদ্ধে মামলা

পোস্ট হয়েছে : ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জিএমপির সদর থানার এসআই মোসাব্বির হোসেন বেলুন সরবরাহের দায়িত্বে থাকা তিন জনকে আসামি করে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা আসামিরা হলেন- বাবুল, মানিক ও কিবরিয়া। তবে অভিযুক্তদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে তিনজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা নাশকতার প্রমাণ পাওয়া গেলে গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আমন্ত্রিত অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে মূল মঞ্চে চলে যান। কিন্তু বেলুনগুলো আকাশের দিকে না ওড়ে পুলিশ লাইন্সের ভেতরে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সামনে গিয়ে পড়ে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে আসা কৌতুক অভিনেতা আবু হেনা রনি পুনরায় বেলুনগুলো ওড়ানোর জন্য গেলে হঠাৎ বিস্ফোরিত হয়।

এতে আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন আহত হন। গুরুতর আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন আবু হেনা রনি। তার শরীরের ১৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতেই গাজীপুর মহানগর পুলিশের ডিসি (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। তদন্তের কাজ চলছে। তদন্তে আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে গ্রেফতারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/১৯ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: