ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

  • পোস্ট হয়েছে : ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • 0

বিজনেস আওয়ার ডেস্ক: আগের কার্যদিবসে পতন হলেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সামান্য উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর লেনদেনে অংশ নেওয়া বেশীর ভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৬ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৭ বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৬.৭২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৯.১৩ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৩৬৫.৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ০৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৮টির বা ২০.৮০ শতাংশের এবং ১৬৬টির বা ৪৪.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৫৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৪.৮৭ পয়েন্টে। সিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ১০৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/ ২১ সেপ্টেম্বর, ২০২২/ এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

পোস্ট হয়েছে : ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: আগের কার্যদিবসে পতন হলেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সামান্য উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর লেনদেনে অংশ নেওয়া বেশীর ভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৬ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৭ বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৬.৭২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৯.১৩ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৩৬৫.৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ০৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৮টির বা ২০.৮০ শতাংশের এবং ১৬৬টির বা ৪৪.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৫৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৪.৮৭ পয়েন্টে। সিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ১০৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/ ২১ সেপ্টেম্বর, ২০২২/ এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: