ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে ১০ উইকেটে হারালো পাকিস্তান

  • পোস্ট হয়েছে : ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড জুটিতে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ২০০ রানের বিশাল টার্গেট তাড়া করে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান।

এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা। ১৭ বছর পর সফরে গিয়েই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারায় ইংল্যান্ড।

বৃহস্পতিবার করাচির জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাবর-রিজওয়ানের ২০৩ রানের রেকর্ড জুটিতে ভর করে দাপুটে জয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রানের জুটি। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়নে বাবর-রিজওয়ান ১৯৭ রানের জুটি গড়ে ছিলেন।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান। বিশাল টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। উদ্বোধনীতে ১১৭ বলে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০ ওভারে ১৯৯/৫ রান (মঈন আলী ৫৫*, বেন ডাকেট ৪৩, হ্যারি ব্রুক ৩১, পিল স্লট ৩০)।

পাকিস্তান: ১৯.৩ ওভারে ২০৩/০ রান (বাবর আজম ১১০, মোহাম্মদ রিজওয়ান ৮৮)।

ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী।

বিজনেস আওয়ার/২৩ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইংল্যান্ডকে ১০ উইকেটে হারালো পাকিস্তান

পোস্ট হয়েছে : ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড জুটিতে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ২০০ রানের বিশাল টার্গেট তাড়া করে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান।

এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা। ১৭ বছর পর সফরে গিয়েই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারায় ইংল্যান্ড।

বৃহস্পতিবার করাচির জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাবর-রিজওয়ানের ২০৩ রানের রেকর্ড জুটিতে ভর করে দাপুটে জয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রানের জুটি। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়নে বাবর-রিজওয়ান ১৯৭ রানের জুটি গড়ে ছিলেন।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান। বিশাল টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। উদ্বোধনীতে ১১৭ বলে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০ ওভারে ১৯৯/৫ রান (মঈন আলী ৫৫*, বেন ডাকেট ৪৩, হ্যারি ব্রুক ৩১, পিল স্লট ৩০)।

পাকিস্তান: ১৯.৩ ওভারে ২০৩/০ রান (বাবর আজম ১১০, মোহাম্মদ রিজওয়ান ৮৮)।

ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী।

বিজনেস আওয়ার/২৩ সেপ্টেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: