ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হাজারীবাগে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

  • পোস্ট হয়েছে : ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে বিএনপির সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাজারীবাগের টালি অফিস রোডে সংঘর্ষে জড়ায় দল দুটি। বিকেল পৌনে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাজারীবাগে পূর্বঘোষিত সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা লাঠি হাতে যাওয়ার সময় টালি রোডে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। একই স্থানে কর্মসূচি ঘোষণা করে ধানমন্ডি থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হতে পারে- এমন আশঙ্কা থেকে দুই দলকেই সমাবেশ না করার জন্য মৌখিক নিষেধাজ্ঞা দেয় পুলিশ।

বিএনপির পক্ষ থেকে সমাবেশস্থল পরিবর্তন করা হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশের প্রস্তুতি নেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হন। এ সময় উভয় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলের চার নেতা-কর্মীর নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ১১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ ডাকে বিএনপি। এর অংশ হিসেবেই হাজারীবাগে এ সমাবেশের আয়োজন করে দলটি।

বিজনেস আওয়ার/ ২৬ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হাজারীবাগে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

পোস্ট হয়েছে : ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে বিএনপির সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাজারীবাগের টালি অফিস রোডে সংঘর্ষে জড়ায় দল দুটি। বিকেল পৌনে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাজারীবাগে পূর্বঘোষিত সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা লাঠি হাতে যাওয়ার সময় টালি রোডে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। একই স্থানে কর্মসূচি ঘোষণা করে ধানমন্ডি থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হতে পারে- এমন আশঙ্কা থেকে দুই দলকেই সমাবেশ না করার জন্য মৌখিক নিষেধাজ্ঞা দেয় পুলিশ।

বিএনপির পক্ষ থেকে সমাবেশস্থল পরিবর্তন করা হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশের প্রস্তুতি নেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হন। এ সময় উভয় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলের চার নেতা-কর্মীর নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ১১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ ডাকে বিএনপি। এর অংশ হিসেবেই হাজারীবাগে এ সমাবেশের আয়োজন করে দলটি।

বিজনেস আওয়ার/ ২৬ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: