ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রায় শুনেই কাঠগড়া থেকে পালালেন আসামি

  • পোস্ট হয়েছে : ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক :মৌলভীবাজার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের রায় শুনেই কাঠগড়া থেকে পালিয়ে গেছেন বাবলু মিয়া নামে এক সাজাপ্রাপ্ত আসামি। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ইন্সপেক্টর দীপংকর বাদী হয়ে থানায় মামলা করেছেন। পাশাপাশি এই ঘটনা তদন্তের জন্য একজন পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট আদালতও পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ সুপারকে লিখিতভাবে অবগত করেছেন।

কোর্ট পুলিশ, সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার সৈয়দা লতিফা তালুকদার বাদী হয়ে সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মতলিব মিয়ার ছেলে বাবলু মিয়াকে আসামি করে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) একটি মামলা করেন (মামলা নং ৪৭৭/১৯)। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ছিল চূড়ান্ত রায় ঘোষণার তারিখ । বিচারক জিহাদুর রহমান আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মামলার সাথে দাখিল করা চেকে উল্লিখিত ৮ লক্ষ টাকা পরিশোধের রায় দেন। রায় শুনেই আসামি বাবলু মিয়া কৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায় বলেন, রায় শোনার পর আদালতের কাঠগড়া থেকে আসামি কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট কোর্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের কোনো গাফিলতি আছে কি না তা তদন্তে একজন পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। আরও একটি মামলা প্রক্রিয়াধীন আছে। ওই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিজনেস আওয়ার/ ২৮ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রায় শুনেই কাঠগড়া থেকে পালালেন আসামি

পোস্ট হয়েছে : ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক :মৌলভীবাজার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের রায় শুনেই কাঠগড়া থেকে পালিয়ে গেছেন বাবলু মিয়া নামে এক সাজাপ্রাপ্ত আসামি। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ইন্সপেক্টর দীপংকর বাদী হয়ে থানায় মামলা করেছেন। পাশাপাশি এই ঘটনা তদন্তের জন্য একজন পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট আদালতও পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ সুপারকে লিখিতভাবে অবগত করেছেন।

কোর্ট পুলিশ, সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার সৈয়দা লতিফা তালুকদার বাদী হয়ে সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মতলিব মিয়ার ছেলে বাবলু মিয়াকে আসামি করে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) একটি মামলা করেন (মামলা নং ৪৭৭/১৯)। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ছিল চূড়ান্ত রায় ঘোষণার তারিখ । বিচারক জিহাদুর রহমান আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মামলার সাথে দাখিল করা চেকে উল্লিখিত ৮ লক্ষ টাকা পরিশোধের রায় দেন। রায় শুনেই আসামি বাবলু মিয়া কৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায় বলেন, রায় শোনার পর আদালতের কাঠগড়া থেকে আসামি কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট কোর্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের কোনো গাফিলতি আছে কি না তা তদন্তে একজন পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। আরও একটি মামলা প্রক্রিয়াধীন আছে। ওই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিজনেস আওয়ার/ ২৮ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: