ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি প্রতিরোধে দুদক-টিআইবির সমঝোতা স্মারক

  • পোস্ট হয়েছে : ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক: দুর্নীতি প্রতিরোধে একসঙ্গে কাজ করতে চতুর্থ বারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। যার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত থাকবে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ওই সমঝোতা স্বাক্ষরিত হয়।

দুদক সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারকের আওতায় দুর্নীতি প্রতিরোধে দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের জন্য টিআইবি কর্তৃক প্রশিক্ষণ ও গবেষণা সহযোগিতা এবং উভয়পক্ষের সামর্থ্য অনুযায়ী যৌথভাবে জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী জনসচেতনতা ও অধিপরামর্শমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে ।

চতুর্থ বারের মতো সমঝোতা স্মারকের মেয়াদ ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ২০১৫ সালের ২৫ মে প্রথমবারের মতো দুই বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর ২০১৭ সালের ৫ জুন দুই বছর চার মাস মেয়াদে দ্বিতীয় দফা ও ২০১৯ সালের ৭ অক্টোবর মেয়াদ আরও তিন বছরের জন্য বৃদ্ধি করা হয়।

বিজনেস আওয়ার/ ২৮ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুর্নীতি প্রতিরোধে দুদক-টিআইবির সমঝোতা স্মারক

পোস্ট হয়েছে : ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: দুর্নীতি প্রতিরোধে একসঙ্গে কাজ করতে চতুর্থ বারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। যার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত থাকবে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ওই সমঝোতা স্বাক্ষরিত হয়।

দুদক সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারকের আওতায় দুর্নীতি প্রতিরোধে দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের জন্য টিআইবি কর্তৃক প্রশিক্ষণ ও গবেষণা সহযোগিতা এবং উভয়পক্ষের সামর্থ্য অনুযায়ী যৌথভাবে জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী জনসচেতনতা ও অধিপরামর্শমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে ।

চতুর্থ বারের মতো সমঝোতা স্মারকের মেয়াদ ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ২০১৫ সালের ২৫ মে প্রথমবারের মতো দুই বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর ২০১৭ সালের ৫ জুন দুই বছর চার মাস মেয়াদে দ্বিতীয় দফা ও ২০১৯ সালের ৭ অক্টোবর মেয়াদ আরও তিন বছরের জন্য বৃদ্ধি করা হয়।

বিজনেস আওয়ার/ ২৮ সেপ্টেম্বর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: