ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবে ১৬ কোটি টাকা

  • পোস্ট হয়েছে : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • 18

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি এক লাখ ৫০ হাজার ৪০০ টাকা।

আজ শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়ার প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই। আর ২২ অক্টোবর নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের খেলা।

১৩ নভেম্বর মেলবোর্নে হবে ফাইনাল। চ্যাম্পিয়ন দলের অর্ধেক প্রাইজমানি পাবে রানার্সআপ দল। অর্থাৎ, ফাইনালে হেরে যাওয়া দল পাবে ৮ লাখ ডলার, বাংলাদেশি টাকায় অঙ্কটা প্রায় ৮ কোটি ৭৫ হাজার।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৪ কোটি ৩৭ হাজার (৪ লাখ ডলার)। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি প্রায় ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকা বা ৫৬ লাখ ডলার।

সুপার টুয়েলভে বাদ পড়া বাকি ৮ দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার। আট দলের প্রত্যেকে পাবে প্রায় ৭০ লাখ ৬ হাজার ৫৮০ টাকা (৭০ হাজার ডলার) করে। এ ছাড়া সুপার টুয়েলভে প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ তিন হাজার ৭৬০ টাকা।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে আট দল। তারা হলো আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। অন্য আট দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। সেখান থেকে চার দল যোগ দেবে সুপার টুয়েলভে।

‘এ’ গ্রুপে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচজয়ী দলের জন্য থাকছে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ তিন হাজার ৭৬০ টাকা। প্রথম রাউন্ডে বাদ পড়া ৪ দলের প্রত্যেকে পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ তিন হাজার ৭৬০ টাকা করে।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবে ১৬ কোটি টাকা

পোস্ট হয়েছে : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি এক লাখ ৫০ হাজার ৪০০ টাকা।

আজ শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়ার প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই। আর ২২ অক্টোবর নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের খেলা।

১৩ নভেম্বর মেলবোর্নে হবে ফাইনাল। চ্যাম্পিয়ন দলের অর্ধেক প্রাইজমানি পাবে রানার্সআপ দল। অর্থাৎ, ফাইনালে হেরে যাওয়া দল পাবে ৮ লাখ ডলার, বাংলাদেশি টাকায় অঙ্কটা প্রায় ৮ কোটি ৭৫ হাজার।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৪ কোটি ৩৭ হাজার (৪ লাখ ডলার)। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি প্রায় ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকা বা ৫৬ লাখ ডলার।

সুপার টুয়েলভে বাদ পড়া বাকি ৮ দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার। আট দলের প্রত্যেকে পাবে প্রায় ৭০ লাখ ৬ হাজার ৫৮০ টাকা (৭০ হাজার ডলার) করে। এ ছাড়া সুপার টুয়েলভে প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ তিন হাজার ৭৬০ টাকা।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে আট দল। তারা হলো আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। অন্য আট দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। সেখান থেকে চার দল যোগ দেবে সুপার টুয়েলভে।

‘এ’ গ্রুপে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচজয়ী দলের জন্য থাকছে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ তিন হাজার ৭৬০ টাকা। প্রথম রাউন্ডে বাদ পড়া ৪ দলের প্রত্যেকে পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ তিন হাজার ৭৬০ টাকা করে।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: