ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নিজস্ব গেমিং স্টুডিও চালু করছে নেটফ্লিক্স

  • পোস্ট হয়েছে : ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • 1

বিজনেস আওয়ার ডেস্ক: গেমিং খাতের উন্নয়নে এখন থেকে আর তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে না নেটফ্লিক্স। তাই নিজস্ব গেমিং স্টুডিও চালু করতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মধ্যে গেমিং ইন্ডাস্ট্রিতে নিজের প্রসার ঘটাতে চায় প্রতিষ্ঠানটি। ফিনল্যান্ডের হেলসিংকিতে নিজস্ব গেম স্টুডিও তৈরিতে কাজ করছে স্ট্রিমিং জায়ান্টটি।

স্টুডিওতে কোনো ধরনের বিজ্ঞাপন বা ইন-অ্যাপ কেনাকাটা ছাড়াই বিশ্বমানের গেম তৈরি করা হবে। কী কী গেম তৈরি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জিংগা ও ইলেকট্রনিকস আর্টসের সাবেক মার্কো লাসটিকা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবে। স্টুডিও থেকে এখনই কোনো গেম বাজারজাত করা হবে না। নেটফ্লিক্স নিজেদের এক ব্লগপোস্টে এ ঘোষণা দেয়।

নেটফ্লিক্স গেম স্টুডিওর ভাইস প্রেসিডেন্ট আমির রাহিমি ওই পোস্টে বলেন, বিশ্বমানের গেম স্টুডিও তৈরির লক্ষ্য রয়েছে আমাদের। কোনো ধরনের বিজ্ঞাপন অথবা অ্যাপে কেনাকাটার ঝামেলা ছাড়াই নিরেট গেম উপভোগ করার এবং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকবে এখানে।

গেম স্টুডিওর প্রধান হিসেবে ইতোমধ্যে মার্কো লাতিকার নাম ঘোষণা করেছে নেটফ্লিক্স। মার্কো এর আগে জিঙ্গা এবং ইলেকট্রনিক্স আর্টসের মতো গেমিং প্রতিষ্ঠানে কাজ করেছেন।

অন্যদিকে, গেমিং ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে ছোট-বড় গেমিং প্রতিষ্ঠান কিনতে শুরু করেছে নেটফ্লিক্স। এর আগে নাইট স্কুল স্টুডিও এবং গত মার্চে হেলসিংকিভিত্তিক নেক্সট গেমস কিনে নেয় তারা।

নেক্সট গেমসের ডেভেলপারদের সঙ্গে মিলে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ওপর একটি গেম ইতোমধ্যে তৈরিও করা হয়েছে।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিজস্ব গেমিং স্টুডিও চালু করছে নেটফ্লিক্স

পোস্ট হয়েছে : ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: গেমিং খাতের উন্নয়নে এখন থেকে আর তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে না নেটফ্লিক্স। তাই নিজস্ব গেমিং স্টুডিও চালু করতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মধ্যে গেমিং ইন্ডাস্ট্রিতে নিজের প্রসার ঘটাতে চায় প্রতিষ্ঠানটি। ফিনল্যান্ডের হেলসিংকিতে নিজস্ব গেম স্টুডিও তৈরিতে কাজ করছে স্ট্রিমিং জায়ান্টটি।

স্টুডিওতে কোনো ধরনের বিজ্ঞাপন বা ইন-অ্যাপ কেনাকাটা ছাড়াই বিশ্বমানের গেম তৈরি করা হবে। কী কী গেম তৈরি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জিংগা ও ইলেকট্রনিকস আর্টসের সাবেক মার্কো লাসটিকা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবে। স্টুডিও থেকে এখনই কোনো গেম বাজারজাত করা হবে না। নেটফ্লিক্স নিজেদের এক ব্লগপোস্টে এ ঘোষণা দেয়।

নেটফ্লিক্স গেম স্টুডিওর ভাইস প্রেসিডেন্ট আমির রাহিমি ওই পোস্টে বলেন, বিশ্বমানের গেম স্টুডিও তৈরির লক্ষ্য রয়েছে আমাদের। কোনো ধরনের বিজ্ঞাপন অথবা অ্যাপে কেনাকাটার ঝামেলা ছাড়াই নিরেট গেম উপভোগ করার এবং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকবে এখানে।

গেম স্টুডিওর প্রধান হিসেবে ইতোমধ্যে মার্কো লাতিকার নাম ঘোষণা করেছে নেটফ্লিক্স। মার্কো এর আগে জিঙ্গা এবং ইলেকট্রনিক্স আর্টসের মতো গেমিং প্রতিষ্ঠানে কাজ করেছেন।

অন্যদিকে, গেমিং ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে ছোট-বড় গেমিং প্রতিষ্ঠান কিনতে শুরু করেছে নেটফ্লিক্স। এর আগে নাইট স্কুল স্টুডিও এবং গত মার্চে হেলসিংকিভিত্তিক নেক্সট গেমস কিনে নেয় তারা।

নেক্সট গেমসের ডেভেলপারদের সঙ্গে মিলে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ওপর একটি গেম ইতোমধ্যে তৈরিও করা হয়েছে।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: