ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানি ক্রিকেটের অকালমৃত্যু

  • পোস্ট হয়েছে : ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • 5

স্পোর্টস ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানের পেসার ক্রিকেটার শাহজাদ আজম মারা গেছেন। বাবর আজমদের হয়ে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন তিনি।

শাহজাদের মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ ফারহান নিসার। টুইটারে তিনি লিখেছেন, ‘ইসলামাবাদের ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার শাহজাদ আজম শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে আচমকা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরে খেললেও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি আজমের। প্রথম শ্রেনির ক্রিকেটে ৯৫ ম্যাচ খেলা আজমের উইকেট সংখ্যা ৩৮৮টি। এছাড়া লিস্ট এ ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও ৮৩টি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদের হয়ে খেলতেন তিনি। ২০১৮ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন আজম।

আজমেরর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান বেশকিছু ক্রিকেটার। তালিকায় আছেন ইয়াসির আরাফাত, সোহেল তানভীর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও শান মাসুদসহ অনেকেই।

সতীর্শাথের বিদায়ে শোক প্রকাশ করতে গিয়ে শান মাসুদ তার টুইটারে লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। আমার প্রিয় বন্ধু রানা শাহজাদ আজম ও তার পরিবারের জন্য দোয়া করবেন। এখনো বিশ্বাস করতে পারছি না যে ও আর নেই।’

ওয়াহাব রিয়াজ লিখেছেন, ‘ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃখজনক। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।’

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানি ক্রিকেটের অকালমৃত্যু

পোস্ট হয়েছে : ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানের পেসার ক্রিকেটার শাহজাদ আজম মারা গেছেন। বাবর আজমদের হয়ে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন তিনি।

শাহজাদের মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ ফারহান নিসার। টুইটারে তিনি লিখেছেন, ‘ইসলামাবাদের ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার শাহজাদ আজম শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে আচমকা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরে খেললেও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি আজমের। প্রথম শ্রেনির ক্রিকেটে ৯৫ ম্যাচ খেলা আজমের উইকেট সংখ্যা ৩৮৮টি। এছাড়া লিস্ট এ ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও ৮৩টি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদের হয়ে খেলতেন তিনি। ২০১৮ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন আজম।

আজমেরর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান বেশকিছু ক্রিকেটার। তালিকায় আছেন ইয়াসির আরাফাত, সোহেল তানভীর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও শান মাসুদসহ অনেকেই।

সতীর্শাথের বিদায়ে শোক প্রকাশ করতে গিয়ে শান মাসুদ তার টুইটারে লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। আমার প্রিয় বন্ধু রানা শাহজাদ আজম ও তার পরিবারের জন্য দোয়া করবেন। এখনো বিশ্বাস করতে পারছি না যে ও আর নেই।’

ওয়াহাব রিয়াজ লিখেছেন, ‘ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃখজনক। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।’

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: