ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মেসির দুর্দান্ত ফ্রি-কিকে গোল, জয়ের ধারায় পিএসজি

  • পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • 6

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল ব্রেকে গিয়ে আর্জেন্টিনার হয়ে যে দুরন্ত ফর্মে ছিলেন লিওনেল মেসি, সেটা টেনে এনেছেন যেন পিএসজিতেও। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির ম্যাচ ছিল নিসের বিপক্ষে। এই ম্যাচেই তিনি নিলেন দুর্দান্ত এক ফ্রি-কিক। যাকে বলে মেসির ট্রেডমার্ক। সেই ফ্রি-কিক থেকেই অবিশ্বাস্য এক গোল করলেন পিএসজির আর্জেন্টাইন তারকা।

মেসির ২৮তম মিনিটের স্ট্রাইক ছিল সব ধরনের প্রতিযোগিতায় এই মৌসুমে সপ্তম ক্লাব গোল। এর আগে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচে চার গোল করেন তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে ছোট ডি বক্সের সামনে ফাউল হন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফ্রি কিক পান তিনি এবং বাঁ পায়ের দর্শনীয় শটে উঁচু দিয়ে জাল কাঁপান, অসহায় চোখে বলের দিকে তাকিয়ে ছাড়া গোলকিপারের কিছু করার ছিল না।

বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়েরের সাবেক ক্লাব বিরতির পর পর গায়েটান লাবোর্দের গোলে জবাব দিয়েছিল। তবে শেষ হাসি হেসেছে প্যারিসিয়ান ক্লাব। আসন্ন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে বেঞ্চে ছিলেন এমবাপ্পে। হুগো একিটেকের বদলে তাকে নামান গালটিয়ের। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে নোর্দি মুকিয়েলের কাটব্যাক থেকে গোল করেন বদলি নামা এমবাপ্পে। লিগ ওয়ানে অষ্টম গোল করে শীর্ষে থাকা নেইমারের পাশে বসলেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে পিএসজি লিগ ওয়ানের শীর্ষি ফিরে গেছে। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের।

বিজনেস আওয়ার/০২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসির দুর্দান্ত ফ্রি-কিকে গোল, জয়ের ধারায় পিএসজি

পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল ব্রেকে গিয়ে আর্জেন্টিনার হয়ে যে দুরন্ত ফর্মে ছিলেন লিওনেল মেসি, সেটা টেনে এনেছেন যেন পিএসজিতেও। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির ম্যাচ ছিল নিসের বিপক্ষে। এই ম্যাচেই তিনি নিলেন দুর্দান্ত এক ফ্রি-কিক। যাকে বলে মেসির ট্রেডমার্ক। সেই ফ্রি-কিক থেকেই অবিশ্বাস্য এক গোল করলেন পিএসজির আর্জেন্টাইন তারকা।

মেসির ২৮তম মিনিটের স্ট্রাইক ছিল সব ধরনের প্রতিযোগিতায় এই মৌসুমে সপ্তম ক্লাব গোল। এর আগে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচে চার গোল করেন তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে ছোট ডি বক্সের সামনে ফাউল হন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফ্রি কিক পান তিনি এবং বাঁ পায়ের দর্শনীয় শটে উঁচু দিয়ে জাল কাঁপান, অসহায় চোখে বলের দিকে তাকিয়ে ছাড়া গোলকিপারের কিছু করার ছিল না।

বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়েরের সাবেক ক্লাব বিরতির পর পর গায়েটান লাবোর্দের গোলে জবাব দিয়েছিল। তবে শেষ হাসি হেসেছে প্যারিসিয়ান ক্লাব। আসন্ন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে বেঞ্চে ছিলেন এমবাপ্পে। হুগো একিটেকের বদলে তাকে নামান গালটিয়ের। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে নোর্দি মুকিয়েলের কাটব্যাক থেকে গোল করেন বদলি নামা এমবাপ্পে। লিগ ওয়ানে অষ্টম গোল করে শীর্ষে থাকা নেইমারের পাশে বসলেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে পিএসজি লিগ ওয়ানের শীর্ষি ফিরে গেছে। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের।

বিজনেস আওয়ার/০২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: