ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যতটা প্রস্তুত আছি, পাকিস্তানের সঙ্গে খেলার জন্য যথেষ্ট

  • পোস্ট হয়েছে : ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • 4

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের অন্যতম সেরা প্রতিপক্ষ পাকিস্তান। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের নারীরা।

রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের তারকা ওপেনার রুমানা আহমেদ।

তিনি বলেন, পরিকল্পনা তো আসলে ওভাবে নেওয়ার কিছু নাই। আমরা ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোই। আমার মনে হয় এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।

রুমানা আরও বলেন, আমরা তো আমাদের শক্তির জায়গা দেখব। আমরা শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। আমরা বড় কিছু অর্জন করতে চাই। এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে।

তিনি আরও বলেন, ওরা স্পিন বল ভালো খেলে জানি। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগে যেটা করত, তার চেয়ে বেশি ভালো করছে। আমরা যে ম্যাচগুলো খেলেছি, স্পিনাররা সেরাটা দিয়ে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে স্পিন যথেষ্ট।

বিজনেস আওয়ার/০২ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যতটা প্রস্তুত আছি, পাকিস্তানের সঙ্গে খেলার জন্য যথেষ্ট

পোস্ট হয়েছে : ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের অন্যতম সেরা প্রতিপক্ষ পাকিস্তান। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের নারীরা।

রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের তারকা ওপেনার রুমানা আহমেদ।

তিনি বলেন, পরিকল্পনা তো আসলে ওভাবে নেওয়ার কিছু নাই। আমরা ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোই। আমার মনে হয় এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।

রুমানা আরও বলেন, আমরা তো আমাদের শক্তির জায়গা দেখব। আমরা শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। আমরা বড় কিছু অর্জন করতে চাই। এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে।

তিনি আরও বলেন, ওরা স্পিন বল ভালো খেলে জানি। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগে যেটা করত, তার চেয়ে বেশি ভালো করছে। আমরা যে ম্যাচগুলো খেলেছি, স্পিনাররা সেরাটা দিয়ে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে স্পিন যথেষ্ট।

বিজনেস আওয়ার/০২ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: