ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে

  • পোস্ট হয়েছে : ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • 2

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সোমবার ওই গোলাগুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গোলাগুলির পরই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান।খবর বিবিসির।

ওই ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের সামনে কেউ একজন গুলি চালিয়েছে। পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, সংবাদ সম্মেলনের সময় হঠাৎ করেই সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা স্টেজে উঠে আসেন। সে সময় ট্রাম্পের কানে কানে তাকে কিছু বলতে দেখা যায়। এরপরই সেখান থেকে ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ব্রিফিং রুম বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্পকে যখন কিছু বলা হচ্ছিল তখন তাকে বলতে শোনা গেছে, ‘ওহ, কি হচ্ছে?’

ঘটনার নয় মিনিট পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ফিরে এসে সাংবাদিকদের উদ্দেশে বলেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে বলে বিশ্বাস তার। এই ঘটনার পর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সিক্রেট সার্ভিসের লোকজন যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছেন।

বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে

পোস্ট হয়েছে : ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সোমবার ওই গোলাগুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গোলাগুলির পরই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান।খবর বিবিসির।

ওই ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের সামনে কেউ একজন গুলি চালিয়েছে। পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, সংবাদ সম্মেলনের সময় হঠাৎ করেই সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা স্টেজে উঠে আসেন। সে সময় ট্রাম্পের কানে কানে তাকে কিছু বলতে দেখা যায়। এরপরই সেখান থেকে ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ব্রিফিং রুম বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্পকে যখন কিছু বলা হচ্ছিল তখন তাকে বলতে শোনা গেছে, ‘ওহ, কি হচ্ছে?’

ঘটনার নয় মিনিট পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ফিরে এসে সাংবাদিকদের উদ্দেশে বলেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে বলে বিশ্বাস তার। এই ঘটনার পর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সিক্রেট সার্ভিসের লোকজন যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছেন।

বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: