ঢাকা , বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রুক্ষ চুলকে কোমল ও মসৃণ করবে ঘরোয়া হেয়ার-প্যাক

  • পোস্ট হয়েছে : ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • 5

বিজনেস আওয়ার ডেস্ক: সঠিকভাবে যত্ন না নিলে অনেকের চুলই রুক্ষ হয়ে পড়ে। জেল্লা হারায়। ফলে কোনও হেয়ারস্টাইলই মানায় না সেরকম। চলুন আপনার জন্য বেশ কয়েকটি ঘরোয়া টোটকা দিলাম আমরা। ক’দিনেই চুল হয়ে উঠবে মোলায়েম ও সতেজ।

১. আমন্ড অয়েল আর ডিম
একটা কাঁচা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিন। এবার তাতে ১ টেবিল চামচ অমন্ড অয়েল মেশান। পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। স্ক্যাল্পেও লাগান। এবার শাওয়ার ক্যাপ পরে নিন। ১৫-২০ মিনিট পরে চুলে শ্যাম্পু করে নিন।

২. চুল খুব রুক্ষ হয়ে পড়লে হেয়ার প্যাক তৈরি করে নিন কলা আর মধু দিয়ে। কলা ভালো করে চটকে নিন। খেয়াল রাখবেন কোথাও যাতে দলা পাকিয়ে না থাকে। এবার তার সঙ্গে মধু মেশান। তারপর তা পুরো চুলে লাগান। এই মিশ্রণ স্ক্যাল্পে লাগানোর প্রয়োজন নেই। ১৫-২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

৩. টক দইয়ের সঙ্গে কারিপাতা বাটা মিশিয়ে নিন। হেয়ার মাস্কের মতো চুলের গোড়ায় আর চুলে মেখে কুড়ি মিনিট রাখুন তারপর শ্যাম্পু করে নিন। এতে চুল পড়া কমবে।

৪. দুটো পাকা কলা আর আধকাপ নারকেলের দুধ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার তা অল্প ভেজা চুলে লাগন, গোড়ায় মাসাজ করুন হালকা হাতে। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

৫. দু’ টেবিলচামচ ফ্রেশ অ্যালোভেরা জ্যুস, দু’ টেবিলচামচ এক্সট্রা ভার্জিন নারকেল তেল আর এক চাচামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। তার পর চুলের আগা থেকে গোড়া ভালো করে মাখিয়ে নিন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করবেন।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রুক্ষ চুলকে কোমল ও মসৃণ করবে ঘরোয়া হেয়ার-প্যাক

পোস্ট হয়েছে : ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: সঠিকভাবে যত্ন না নিলে অনেকের চুলই রুক্ষ হয়ে পড়ে। জেল্লা হারায়। ফলে কোনও হেয়ারস্টাইলই মানায় না সেরকম। চলুন আপনার জন্য বেশ কয়েকটি ঘরোয়া টোটকা দিলাম আমরা। ক’দিনেই চুল হয়ে উঠবে মোলায়েম ও সতেজ।

১. আমন্ড অয়েল আর ডিম
একটা কাঁচা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিন। এবার তাতে ১ টেবিল চামচ অমন্ড অয়েল মেশান। পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। স্ক্যাল্পেও লাগান। এবার শাওয়ার ক্যাপ পরে নিন। ১৫-২০ মিনিট পরে চুলে শ্যাম্পু করে নিন।

২. চুল খুব রুক্ষ হয়ে পড়লে হেয়ার প্যাক তৈরি করে নিন কলা আর মধু দিয়ে। কলা ভালো করে চটকে নিন। খেয়াল রাখবেন কোথাও যাতে দলা পাকিয়ে না থাকে। এবার তার সঙ্গে মধু মেশান। তারপর তা পুরো চুলে লাগান। এই মিশ্রণ স্ক্যাল্পে লাগানোর প্রয়োজন নেই। ১৫-২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

৩. টক দইয়ের সঙ্গে কারিপাতা বাটা মিশিয়ে নিন। হেয়ার মাস্কের মতো চুলের গোড়ায় আর চুলে মেখে কুড়ি মিনিট রাখুন তারপর শ্যাম্পু করে নিন। এতে চুল পড়া কমবে।

৪. দুটো পাকা কলা আর আধকাপ নারকেলের দুধ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার তা অল্প ভেজা চুলে লাগন, গোড়ায় মাসাজ করুন হালকা হাতে। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

৫. দু’ টেবিলচামচ ফ্রেশ অ্যালোভেরা জ্যুস, দু’ টেবিলচামচ এক্সট্রা ভার্জিন নারকেল তেল আর এক চাচামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। তার পর চুলের আগা থেকে গোড়া ভালো করে মাখিয়ে নিন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করবেন।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: