ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইডেন ছাত্রীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার সত্যতা মেলেনি

  • পোস্ট হয়েছে : ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • 9

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি ৷

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সংঘঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পরবর্তী সময়ে অন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনাসমূহ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু শিক্ষার্থীর বক্তব্যের প্রেক্ষিতে কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক কাজী আতিকুজ্জামান, অধ্যাপক সুফিয়া আখতার ও অধ্যাপক মেহেরুন্নেসা মেরীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে।

প্রতিবেদনে কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছেন। এছাড়া সিট বাণিজ্য নিয়ে সংঘর্ষের ঘটনাসহ অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কলেজ প্রশাসন।

এর আগে, শাখা ছাত্রলীগের অন্তঃকোন্দলে গত ২৪ সেপ্টেম্বর রাত থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর দিনভর উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন।

পরে এ ঘটনা তদন্তে গত ২৫ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। কলেজের ‘সাধারণ শিক্ষকদের’ মধ্য থেকে ৪ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। তবে তদন্ত কমিটিতে কারা রয়েছেন বা ঠিক কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে সে বিষয়ে শুরু থেকেই লুকোচুরি করে আসছেন তিনি।

এ বিষয়ে অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, কলেজের সাধারণ শিক্ষকদের মধ্য থেকে চারজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে কারা আছেন, তা তো বলা যাবে না৷ গঠিত কমিটি দু-এক দিনের মধ্যেই প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে৷

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইডেন ছাত্রীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার সত্যতা মেলেনি

পোস্ট হয়েছে : ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি ৷

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সংঘঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পরবর্তী সময়ে অন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনাসমূহ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু শিক্ষার্থীর বক্তব্যের প্রেক্ষিতে কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক কাজী আতিকুজ্জামান, অধ্যাপক সুফিয়া আখতার ও অধ্যাপক মেহেরুন্নেসা মেরীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে।

প্রতিবেদনে কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছেন। এছাড়া সিট বাণিজ্য নিয়ে সংঘর্ষের ঘটনাসহ অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কলেজ প্রশাসন।

এর আগে, শাখা ছাত্রলীগের অন্তঃকোন্দলে গত ২৪ সেপ্টেম্বর রাত থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর দিনভর উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন।

পরে এ ঘটনা তদন্তে গত ২৫ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। কলেজের ‘সাধারণ শিক্ষকদের’ মধ্য থেকে ৪ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। তবে তদন্ত কমিটিতে কারা রয়েছেন বা ঠিক কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে সে বিষয়ে শুরু থেকেই লুকোচুরি করে আসছেন তিনি।

এ বিষয়ে অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, কলেজের সাধারণ শিক্ষকদের মধ্য থেকে চারজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে কারা আছেন, তা তো বলা যাবে না৷ গঠিত কমিটি দু-এক দিনের মধ্যেই প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে৷

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: