ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের বোলিং দাপটে বিপর্যস্ত কিউইরা

  • পোস্ট হয়েছে : ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • 9

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানি বোলিং আক্রমণের সামনে বিপর্যস্ত স্বাগতিক নিউজিল্যান্ড। ১৪ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়ে সুবিধাজনক অবস্থানে থেকেও দেড়শ রানও স্পর্শ করতে পারলো না কিউইরা।

টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে পারে কেন উইলিয়ামসনের দল। টানা দ্বিতীয় জয় তুলে নিতে কিউইদের বিপক্ষে ১৪৮ রান করলেই হবে পাকিস্তানকে।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। দলীয় ১৬ রানে হারায় প্রথম উইকেট। ব্যক্তিগত ১৩ রান করে ফেরেন ওপেনার ফিন অ্যালেন। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক উইলিয়ামসন ও ওপেনার ডেভন কনওয়ে দেখেশুনে খেলতে থাকেন।

দুইজনের ৬১ রানের জুটি পড়ার পর কনওয়ের বিদায়ে ভাঙে সেটি। কনওয়ে করতে পারেন ৩৬ রান। এরপর ৩১ রান করা উইলিয়ামসনও ফিরে যান।

গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান চতুর্থ উইকেট জুটিতে দ্রুত রান তোলার চেষ্টা করে। তবে ফিলিপস ১৮ ও চ্যাপম্যান ৩২ রানে ফিরলে আটকে যায় কিউইদের রানের গতি। স্বাগতিকরা শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৪ রানের মধ্যে। যার ফলে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি কিউইরা।

বিজনেস আওয়ার, ০৮ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তানের বোলিং দাপটে বিপর্যস্ত কিউইরা

পোস্ট হয়েছে : ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানি বোলিং আক্রমণের সামনে বিপর্যস্ত স্বাগতিক নিউজিল্যান্ড। ১৪ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়ে সুবিধাজনক অবস্থানে থেকেও দেড়শ রানও স্পর্শ করতে পারলো না কিউইরা।

টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে পারে কেন উইলিয়ামসনের দল। টানা দ্বিতীয় জয় তুলে নিতে কিউইদের বিপক্ষে ১৪৮ রান করলেই হবে পাকিস্তানকে।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। দলীয় ১৬ রানে হারায় প্রথম উইকেট। ব্যক্তিগত ১৩ রান করে ফেরেন ওপেনার ফিন অ্যালেন। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক উইলিয়ামসন ও ওপেনার ডেভন কনওয়ে দেখেশুনে খেলতে থাকেন।

দুইজনের ৬১ রানের জুটি পড়ার পর কনওয়ের বিদায়ে ভাঙে সেটি। কনওয়ে করতে পারেন ৩৬ রান। এরপর ৩১ রান করা উইলিয়ামসনও ফিরে যান।

গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান চতুর্থ উইকেট জুটিতে দ্রুত রান তোলার চেষ্টা করে। তবে ফিলিপস ১৮ ও চ্যাপম্যান ৩২ রানে ফিরলে আটকে যায় কিউইদের রানের গতি। স্বাগতিকরা শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৪ রানের মধ্যে। যার ফলে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি কিউইরা।

বিজনেস আওয়ার, ০৮ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: