ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এল ক্লাসিকোতে এগিয়ে গেল রিয়াল

  • পোস্ট হয়েছে : ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক : খেলা শুরু মাত্র তিন মিনিটের মাথায় ডিফেন্ডার এডার মিলিতাওয়ের হেডে গেটাফের জালে বল জড়িয়ে জিতলো রিয়াল মাদ্রিদ। যদিও খেলার পুরো সময় জুড়েই চাপে ছিল রিয়াল।

লুকা মদরিচের কর্নারে উড়ে আসা বল খুব কাছ থেকে জালে জড়ান তিনি। শুরুতেই এগিয়ে গেলেও এবং ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও গেটাফের রক্ষণদেয়াল ভেদ করে লিড বাড়াতে পারেনি রিয়াল।

গেটাফের মাঠে খেলা রিয়ালের জন্য সুখকর নয়। কোলিসিয়াম আলফোনসো পেরেজে আগের দুইবার গিয়ে কোনও ম্যাচে গোল পায়নি।

রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল বলেছেন, ‘আমাদের আজকের লক্ষ্য ছিল জেতা এবং বার্সেলোনার ওপর চাপ তৈরি করা। আমরা সবসময় আরও বেশি গোল করতে চাই। গোল না খাওয়াও গুরুত্বপূর্ণ, এটাই আমাদের জয়ের ধারায় ফেরার উদ্দেশ্য পূরণ করেছে।’

রিয়ালের হয়ে মূল একাদশে জায়গা পেয়ে প্রথম সাত ম্যাচেই গোল খাওয়া গোলকিপার আন্দ্রি লুনিন প্রথমবার স্প্যানিশ জায়ান্টদের হয়ে ক্লিন শিট পেলেন।

বিরতির দুই মিনিট পর রদ্রিগোর শট গোলবারের পাশ দিয়ে যায়। গেটাফে গোলকিপার ডেভিড সরিয়া দুর্দান্ত সেভে টিশোমেনিকে রুখে দেন। ব্রাজিলিয়ানের গোল বাতিল হয় সূক্ষ্ম অফসাইডের কারণে।

শেষ দিকে তো গেটাফে তাদের ১১ জনকে দিয়েই রক্ষণ সামলায়। এনিয়ে টানা দুটি ম্যাচ হারলো তারা এবং সাত পয়েন্ট নিয়ে ১৬তম।

বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এল ক্লাসিকোতে এগিয়ে গেল রিয়াল

পোস্ট হয়েছে : ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : খেলা শুরু মাত্র তিন মিনিটের মাথায় ডিফেন্ডার এডার মিলিতাওয়ের হেডে গেটাফের জালে বল জড়িয়ে জিতলো রিয়াল মাদ্রিদ। যদিও খেলার পুরো সময় জুড়েই চাপে ছিল রিয়াল।

লুকা মদরিচের কর্নারে উড়ে আসা বল খুব কাছ থেকে জালে জড়ান তিনি। শুরুতেই এগিয়ে গেলেও এবং ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও গেটাফের রক্ষণদেয়াল ভেদ করে লিড বাড়াতে পারেনি রিয়াল।

গেটাফের মাঠে খেলা রিয়ালের জন্য সুখকর নয়। কোলিসিয়াম আলফোনসো পেরেজে আগের দুইবার গিয়ে কোনও ম্যাচে গোল পায়নি।

রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল বলেছেন, ‘আমাদের আজকের লক্ষ্য ছিল জেতা এবং বার্সেলোনার ওপর চাপ তৈরি করা। আমরা সবসময় আরও বেশি গোল করতে চাই। গোল না খাওয়াও গুরুত্বপূর্ণ, এটাই আমাদের জয়ের ধারায় ফেরার উদ্দেশ্য পূরণ করেছে।’

রিয়ালের হয়ে মূল একাদশে জায়গা পেয়ে প্রথম সাত ম্যাচেই গোল খাওয়া গোলকিপার আন্দ্রি লুনিন প্রথমবার স্প্যানিশ জায়ান্টদের হয়ে ক্লিন শিট পেলেন।

বিরতির দুই মিনিট পর রদ্রিগোর শট গোলবারের পাশ দিয়ে যায়। গেটাফে গোলকিপার ডেভিড সরিয়া দুর্দান্ত সেভে টিশোমেনিকে রুখে দেন। ব্রাজিলিয়ানের গোল বাতিল হয় সূক্ষ্ম অফসাইডের কারণে।

শেষ দিকে তো গেটাফে তাদের ১১ জনকে দিয়েই রক্ষণ সামলায়। এনিয়ে টানা দুটি ম্যাচ হারলো তারা এবং সাত পয়েন্ট নিয়ে ১৬তম।

বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: