ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাপসের মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড চুরি, মেটা’র সর্তক বার্তা

  • পোস্ট হয়েছে : ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • 8

বিজনেস আওয়ার ডেস্ক: গুগল প্লে স্টোরে রয়েছে অসংখ্য অ্যাপস। এসব অ্যাপসের সবগুলোকে কাজের বলা যায় না। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হচ্ছে। ফেসবুকের প্যারেন্ট সংস্থা মেটা অ্যান্ড্রয়েড এবং আইওএসে ৪০০-এরও বেশি এমন অ্যাপের সন্ধান পেয়েছে। যেগুলো ব্যবহারকারীদের লগইন ক্রেডেনশিয়াল চুরি করছে। সূত্র: ফোর্বস

মেটা এরইমধ্যে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছে ব্যবহারকারীদের। ব্যবহারকারীদের সজাগ করতে এই অ্যাপগুলোর সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে মেটা। এই অ্যাপগুলো এখনো থার্ড-পার্টি অ্যাপ স্টোরে উপস্থিত থাকতে পারে, তাই যত দ্রুত সম্ভব এদের নাম জেনে নিয়ে যত দ্রুত সম্ভব আপনার ফোন থেকে আন-ইনস্টল করে দিন।

এই অ্যাপগুলির মধ্যে এমন অনেক রয়েছে, যেগুলো ফটো এডিটিং টুল হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি ভিপিএন পরিষেবাসহ অন্যান্য ইউটিলিটি অ্যাপও রয়েছে।

মেটার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগ অ্যাপই ভুয়া ‘লগইন উইথ ফেসবুক’ প্রম্পট ব্যবহার করে, গ্রাহকের আইডি এবং পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার জন্য।

এই ধরনের ম্যালিশিয়াস অ্যাপগুলো যদি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে থাকেন, তাহলে আপনার ফেসবুক থেকে বন্ধু, পরিবারের মানুষজন এবং সহকর্মীদের কাছে পাঠানো জরুরি মেসেজের নাগাল পেতে পারে হ্যাকাররা। দ্রুত এগুলো আনইনস্টল করুন।

একটি ব্লগ পোস্টে মেটার থ্রেট ডিসরাপশন ডিরেক্টর ডেভিড আগ্রানোভিচ এবং সংস্থার ম্যালওয়্যার ডিসকভারি ও ডিটেকশন ইঞ্জিনিয়ার রায়ান ভিক্টোরি বলছেন, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এই ম্যালিশিয়াস অ্যাপগুলোর উপস্থিতির কথা জানিয়ে গুগল ও অ্যাপলকে সতর্ক করা হয়েছে। দুই টেক জায়ান্টই তাদের অ্যাপ স্টোর থেকে এই ধরনের খতরনাক অ্যাপগুলোকে সরিয়ে দিয়েছে।

Daily Fitness OL: এটা একটা ফিটনেস অ্যাপ। দৈনিক ফিটনেসের জন্য অ্যাপের মধ্যে রয়েছে ইউটিলিটি ও টুল বিভাগ।
Panorama Camera: স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে প্যানোরমা ছবি তুলতে এই অ্যাপ ব্যবহার হয়।
Business Meta Manager: ফেসবুক বিজনেস প্রোফাইল ম্যানেজ করার জন্য এই অ্যাপ ব্যবহার হয়।
Swam Photo: এটা একটা ফটো এডিটর। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোলাজ তৈরিতে কাজে লাগে এই অ্যাপ।
Enjoy Photo Editor: এটাও একটা ফটো এডিটর অ্যাপ।
Cryptomining Farm Your own Coin: এটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ।
Photo Gaming Puzzle: এটা একটা পাজেল গেম।

আপনার ফোনে এই অ্যাপসগুলো ইনস্টল করা থাকলে এখনই আনইনস্টল করুন। আর না করে থাকলে ভবিষ্যতে এই অ্যাপসগুলো ইনস্টল করবেন না।

ব্যবহারকারীদের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ রাখার পরামর্শ দিচ্ছে মেটা। পাশাপাশি যত দ্রুত সম্ভব পাসওয়ার্ড রিসেট করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অ্যাপসের মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড চুরি, মেটা’র সর্তক বার্তা

পোস্ট হয়েছে : ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: গুগল প্লে স্টোরে রয়েছে অসংখ্য অ্যাপস। এসব অ্যাপসের সবগুলোকে কাজের বলা যায় না। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হচ্ছে। ফেসবুকের প্যারেন্ট সংস্থা মেটা অ্যান্ড্রয়েড এবং আইওএসে ৪০০-এরও বেশি এমন অ্যাপের সন্ধান পেয়েছে। যেগুলো ব্যবহারকারীদের লগইন ক্রেডেনশিয়াল চুরি করছে। সূত্র: ফোর্বস

মেটা এরইমধ্যে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছে ব্যবহারকারীদের। ব্যবহারকারীদের সজাগ করতে এই অ্যাপগুলোর সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে মেটা। এই অ্যাপগুলো এখনো থার্ড-পার্টি অ্যাপ স্টোরে উপস্থিত থাকতে পারে, তাই যত দ্রুত সম্ভব এদের নাম জেনে নিয়ে যত দ্রুত সম্ভব আপনার ফোন থেকে আন-ইনস্টল করে দিন।

এই অ্যাপগুলির মধ্যে এমন অনেক রয়েছে, যেগুলো ফটো এডিটিং টুল হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি ভিপিএন পরিষেবাসহ অন্যান্য ইউটিলিটি অ্যাপও রয়েছে।

মেটার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগ অ্যাপই ভুয়া ‘লগইন উইথ ফেসবুক’ প্রম্পট ব্যবহার করে, গ্রাহকের আইডি এবং পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার জন্য।

এই ধরনের ম্যালিশিয়াস অ্যাপগুলো যদি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে থাকেন, তাহলে আপনার ফেসবুক থেকে বন্ধু, পরিবারের মানুষজন এবং সহকর্মীদের কাছে পাঠানো জরুরি মেসেজের নাগাল পেতে পারে হ্যাকাররা। দ্রুত এগুলো আনইনস্টল করুন।

একটি ব্লগ পোস্টে মেটার থ্রেট ডিসরাপশন ডিরেক্টর ডেভিড আগ্রানোভিচ এবং সংস্থার ম্যালওয়্যার ডিসকভারি ও ডিটেকশন ইঞ্জিনিয়ার রায়ান ভিক্টোরি বলছেন, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এই ম্যালিশিয়াস অ্যাপগুলোর উপস্থিতির কথা জানিয়ে গুগল ও অ্যাপলকে সতর্ক করা হয়েছে। দুই টেক জায়ান্টই তাদের অ্যাপ স্টোর থেকে এই ধরনের খতরনাক অ্যাপগুলোকে সরিয়ে দিয়েছে।

Daily Fitness OL: এটা একটা ফিটনেস অ্যাপ। দৈনিক ফিটনেসের জন্য অ্যাপের মধ্যে রয়েছে ইউটিলিটি ও টুল বিভাগ।
Panorama Camera: স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে প্যানোরমা ছবি তুলতে এই অ্যাপ ব্যবহার হয়।
Business Meta Manager: ফেসবুক বিজনেস প্রোফাইল ম্যানেজ করার জন্য এই অ্যাপ ব্যবহার হয়।
Swam Photo: এটা একটা ফটো এডিটর। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোলাজ তৈরিতে কাজে লাগে এই অ্যাপ।
Enjoy Photo Editor: এটাও একটা ফটো এডিটর অ্যাপ।
Cryptomining Farm Your own Coin: এটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ।
Photo Gaming Puzzle: এটা একটা পাজেল গেম।

আপনার ফোনে এই অ্যাপসগুলো ইনস্টল করা থাকলে এখনই আনইনস্টল করুন। আর না করে থাকলে ভবিষ্যতে এই অ্যাপসগুলো ইনস্টল করবেন না।

ব্যবহারকারীদের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ রাখার পরামর্শ দিচ্ছে মেটা। পাশাপাশি যত দ্রুত সম্ভব পাসওয়ার্ড রিসেট করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: