ঢাকা , রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অন্যের স্ত্রীকে চুরি করে বিয়ের অদ্ভুত রীতি যে দেশে

  • পোস্ট হয়েছে : ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • 6

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের এক উপজাতিদের মধ্যে দেখা যায় অন্যের স্ত্রী ‘চুরির’ প্রথা। এমন সব অদ্ভুত রীতি পালিত হয়েছে আসছে পশ্চিম আফ্রিকায় ‘ওদাবে’ নামের এক উপজাতিদের মধ্যে।

নাইজারের প্রান্তিক অঞ্চলে গেরেওয়াল নামের একটি উৎসব হয়। সেই প্রথা অনুযায়ী, ওদাবে উপজাতির পুরুষরা মুখে ও দেহে বিভিন্ন ধরনের রঙ মেখে ছদ্মবেশ ধারণ করেন। তারপর অন্যের স্ত্রীর কাছে গিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেন। উৎসব শুরুর ছয় ঘণ্টা আগে থেকে রূপটান শুরু করেন পুরুষরা।

মূলত রঙিন মাটি, পাখির পালক ও পুঁতি দিয়ে তৈরি হয় সাজ-পোশাক। সাজার পর নাচতে নাচতে হাজির হতে হয় অন্যের স্ত্রীর সামনে। নারীরা স্বাধীনভাবে যে কোনো পুরুষকে বেছে নিতে পারেন। যদি কোনো পুরুষ ধরা না পড়ে কোনো নারীর মন জয় করতে পারেন, তবে তাকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন ওই নারী।

এই উপজাতির মধ্যে বহুগামিতার প্রচলন রয়েছে। তাই নারীর সম্মতি থাকলে তিনি সমাজ স্বীকৃতভাবেই দ্বিতীয় পুরুষের সঙ্গে ঘর বাঁধতে পারেন। তবে ওই সম্প্রদায়ের সবাইকেই যে এই পর্বে অংশ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

অন্যের স্ত্রীকে চুরি করে পালানো অত:পর বিয়ে। এমন সব অদ্ভুত রীতিও পালিত হয়েছে আসছে বিশ্বের বিভিন্ন দেশেও। এমন বিয়ের রীতিকে উৎসব মনে করা হয়।

শুধুমাত্র বউ চুরিই নয়, অপহরণ – এমনকি ধর্ষণের মাধ্যমে বিয়েতে রাজি করানোর মতো নানান প্রথাও বিশ্বের বিভিন্ন দেশে প্রচলন রয়েছে।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অন্যের স্ত্রীকে চুরি করে বিয়ের অদ্ভুত রীতি যে দেশে

পোস্ট হয়েছে : ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের এক উপজাতিদের মধ্যে দেখা যায় অন্যের স্ত্রী ‘চুরির’ প্রথা। এমন সব অদ্ভুত রীতি পালিত হয়েছে আসছে পশ্চিম আফ্রিকায় ‘ওদাবে’ নামের এক উপজাতিদের মধ্যে।

নাইজারের প্রান্তিক অঞ্চলে গেরেওয়াল নামের একটি উৎসব হয়। সেই প্রথা অনুযায়ী, ওদাবে উপজাতির পুরুষরা মুখে ও দেহে বিভিন্ন ধরনের রঙ মেখে ছদ্মবেশ ধারণ করেন। তারপর অন্যের স্ত্রীর কাছে গিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেন। উৎসব শুরুর ছয় ঘণ্টা আগে থেকে রূপটান শুরু করেন পুরুষরা।

মূলত রঙিন মাটি, পাখির পালক ও পুঁতি দিয়ে তৈরি হয় সাজ-পোশাক। সাজার পর নাচতে নাচতে হাজির হতে হয় অন্যের স্ত্রীর সামনে। নারীরা স্বাধীনভাবে যে কোনো পুরুষকে বেছে নিতে পারেন। যদি কোনো পুরুষ ধরা না পড়ে কোনো নারীর মন জয় করতে পারেন, তবে তাকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন ওই নারী।

এই উপজাতির মধ্যে বহুগামিতার প্রচলন রয়েছে। তাই নারীর সম্মতি থাকলে তিনি সমাজ স্বীকৃতভাবেই দ্বিতীয় পুরুষের সঙ্গে ঘর বাঁধতে পারেন। তবে ওই সম্প্রদায়ের সবাইকেই যে এই পর্বে অংশ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

অন্যের স্ত্রীকে চুরি করে পালানো অত:পর বিয়ে। এমন সব অদ্ভুত রীতিও পালিত হয়েছে আসছে বিশ্বের বিভিন্ন দেশেও। এমন বিয়ের রীতিকে উৎসব মনে করা হয়।

শুধুমাত্র বউ চুরিই নয়, অপহরণ – এমনকি ধর্ষণের মাধ্যমে বিয়েতে রাজি করানোর মতো নানান প্রথাও বিশ্বের বিভিন্ন দেশে প্রচলন রয়েছে।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: