ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

৪০ তম বিসিএসের নিয়োগ প্রাজ্ঞাপন এ মাসেই

  • পোস্ট হয়েছে : ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • 9

বিজনেস আওয়ার প্রতিবেদক: চার বছর আগে ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দীর্ঘ অপেক্ষার পর দ্রুতই ৪০তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন দেখতে যাচ্ছেন সুপারিশ পাওয়া প্রার্থীরা।

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে যাচ্ছে। ইতোমধ্যে মাঠপর্যায় থেকে প্রায় সব প্রতিবেদন মন্ত্রণালয়ে এসে পৌছেছে। এ মাসের মধ্যেই প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

মূলত স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পেতে দেরি হওয়ায় নিয়োগ দিতে দেরি হচ্ছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার যুগ্ম সচিব সায়লা ফারজানা গণমাধ্যমকে বলেছেন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ে এর আগে আরও বেশি সময় লেগেছে। এবার কম সময়ের মধ্যে তা শেষ করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য কর্মকর্তারা বেশি সময় ধরে কাজ করছেন।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর পিএসসি ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হয়। ওই বিসিএসে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। ২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ওই বছরের ২৫ জুলাই প্রকাশিত ফলাফলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ প্রার্থী।

২০২০ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে। দেশে ওই সময় করোনা মহামারি শুরু হলে খাতা দেখাসহ অন্যান্য কার্যক্রমে বিঘ্ন ঘটে। প্রায় এক বছর পর গত বছরের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। এরপর করোনা পরিস্থিতির কারণে পাঁচবার মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পিএসসি।

এ বছরের ৩০ মার্চ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৪০ তম বিসিএসের নিয়োগ প্রাজ্ঞাপন এ মাসেই

পোস্ট হয়েছে : ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: চার বছর আগে ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দীর্ঘ অপেক্ষার পর দ্রুতই ৪০তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন দেখতে যাচ্ছেন সুপারিশ পাওয়া প্রার্থীরা।

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে যাচ্ছে। ইতোমধ্যে মাঠপর্যায় থেকে প্রায় সব প্রতিবেদন মন্ত্রণালয়ে এসে পৌছেছে। এ মাসের মধ্যেই প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

মূলত স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পেতে দেরি হওয়ায় নিয়োগ দিতে দেরি হচ্ছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার যুগ্ম সচিব সায়লা ফারজানা গণমাধ্যমকে বলেছেন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ে এর আগে আরও বেশি সময় লেগেছে। এবার কম সময়ের মধ্যে তা শেষ করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য কর্মকর্তারা বেশি সময় ধরে কাজ করছেন।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর পিএসসি ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হয়। ওই বিসিএসে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। ২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ওই বছরের ২৫ জুলাই প্রকাশিত ফলাফলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ প্রার্থী।

২০২০ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে। দেশে ওই সময় করোনা মহামারি শুরু হলে খাতা দেখাসহ অন্যান্য কার্যক্রমে বিঘ্ন ঘটে। প্রায় এক বছর পর গত বছরের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। এরপর করোনা পরিস্থিতির কারণে পাঁচবার মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পিএসসি।

এ বছরের ৩০ মার্চ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: