ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘ঘুষের চেয়ে ভিক্ষা উত্তম’ আমাকে ভিক্ষা দিন!

  • পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক: মানিকগঞ্জের শহিদ রফিক সড়কে ‘ঘুষের চেয়ে ভিক্ষা উত্তম। আমাকে ভিক্ষা দিন! প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন জেলা আইনজীবীর সদস্য অ্যাডভোকেট মাহাবুবুর ইসলাম।

এর আগে গত ১০ অক্টোবর ‘ঘুষ, দুর্নীতি আর ন্যায়বিচার একসঙ্গে চলে না’,স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ ও সহযোগীদের নিয়ে মানববন্ধন করায় মাহাবুবুল ইসলাম নামে এক আইনজীবীকে ১৫ দিনের জন্য আইনপেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি। পাশাপাশি তাকে সাতদিনের মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) নোটিশ পাওয়ার পরপরই বিকেলে আদালত চত্বরের বাইরে শহীদ রফিক সড়কে মাহাবুবুর ইসলাম গলায় একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে এর প্রতিবাদ করেন। করলাম প্রতিবাদ, হইলাম বহিষ্কার। ‘ঘুষের চেয়ে ভিক্ষা উত্তম’ আমাকে ভিক্ষা দিন’-প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন অ্যাডভোকেট মাহাবুবুর ইসলাম।

অ্যাডভোকেট মাহাবুবুর ইসলাম সাংবাদিকদের বলেন, আমাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। তবে অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম-আন্দোলন চলবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে ১০ অক্টোবর আদালত চত্বরে বেশ কয়েকজন আইনজীবী মানববন্ধন করেন। এতে মাহাবুবুর ইসলাম ও তার কয়েকজন সহকর্মী অংশ নেন। তারা দাবি করেন-অ্যাফিডেভিট করতে নির্দিষ্ট ফির অতিরিক্ত ৩০০ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এক হাজার টাকার কমে কোনো নকল সরবরাহ করা হয় না। রেকর্ড রুম থেকে নথি পেতে হলে অতিরিক্ত টাকা দিতে হয়। আদালতের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের জন্য মামলা খরচ অনেক বেড়ে গেছে।

এ মানববন্ধনের পরিপ্রেক্ষিতে বুধবার জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশিদ খান ও সাধারল সম্পাদক এএফএম নূরতাজ আলম বাহারের স্বাক্ষরিক নোটিশে আইনজীবী মাহাবুবুর রহমানকে ১৫ কার্যদিবসের জন্য আইন পেশা থেকে বিরত থাকতে বলা হয়। এ ছাড়া কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়। এতে আরও বলা হয়, মাহাবুবুর ইসলাম ও তার কয়েকজন সহকর্মীর কর্মকাণ্ডে বার ও বেঞ্চের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশিদ খান জানান, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আমরাও রয়েছি। আইনজীবী মাহাবুব ইসলাম নিজেই সঘোষিত একটি কমিটি করে তার আহ্বায়ক হয়েছেন। প্রতিবাদের নামে তিনি আদালতের ভেতরে গিয়ে কর্মচারী ও জজ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আইনজীবী সমিতির সর্বসম্মতি সিদ্ধান্ত অনুযায়ী মাহাবুবুর ইসলামের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘ঘুষের চেয়ে ভিক্ষা উত্তম’ আমাকে ভিক্ষা দিন!

পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: মানিকগঞ্জের শহিদ রফিক সড়কে ‘ঘুষের চেয়ে ভিক্ষা উত্তম। আমাকে ভিক্ষা দিন! প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন জেলা আইনজীবীর সদস্য অ্যাডভোকেট মাহাবুবুর ইসলাম।

এর আগে গত ১০ অক্টোবর ‘ঘুষ, দুর্নীতি আর ন্যায়বিচার একসঙ্গে চলে না’,স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ ও সহযোগীদের নিয়ে মানববন্ধন করায় মাহাবুবুল ইসলাম নামে এক আইনজীবীকে ১৫ দিনের জন্য আইনপেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি। পাশাপাশি তাকে সাতদিনের মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) নোটিশ পাওয়ার পরপরই বিকেলে আদালত চত্বরের বাইরে শহীদ রফিক সড়কে মাহাবুবুর ইসলাম গলায় একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে এর প্রতিবাদ করেন। করলাম প্রতিবাদ, হইলাম বহিষ্কার। ‘ঘুষের চেয়ে ভিক্ষা উত্তম’ আমাকে ভিক্ষা দিন’-প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন অ্যাডভোকেট মাহাবুবুর ইসলাম।

অ্যাডভোকেট মাহাবুবুর ইসলাম সাংবাদিকদের বলেন, আমাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। তবে অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম-আন্দোলন চলবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে ১০ অক্টোবর আদালত চত্বরে বেশ কয়েকজন আইনজীবী মানববন্ধন করেন। এতে মাহাবুবুর ইসলাম ও তার কয়েকজন সহকর্মী অংশ নেন। তারা দাবি করেন-অ্যাফিডেভিট করতে নির্দিষ্ট ফির অতিরিক্ত ৩০০ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এক হাজার টাকার কমে কোনো নকল সরবরাহ করা হয় না। রেকর্ড রুম থেকে নথি পেতে হলে অতিরিক্ত টাকা দিতে হয়। আদালতের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের জন্য মামলা খরচ অনেক বেড়ে গেছে।

এ মানববন্ধনের পরিপ্রেক্ষিতে বুধবার জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশিদ খান ও সাধারল সম্পাদক এএফএম নূরতাজ আলম বাহারের স্বাক্ষরিক নোটিশে আইনজীবী মাহাবুবুর রহমানকে ১৫ কার্যদিবসের জন্য আইন পেশা থেকে বিরত থাকতে বলা হয়। এ ছাড়া কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়। এতে আরও বলা হয়, মাহাবুবুর ইসলাম ও তার কয়েকজন সহকর্মীর কর্মকাণ্ডে বার ও বেঞ্চের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশিদ খান জানান, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আমরাও রয়েছি। আইনজীবী মাহাবুব ইসলাম নিজেই সঘোষিত একটি কমিটি করে তার আহ্বায়ক হয়েছেন। প্রতিবাদের নামে তিনি আদালতের ভেতরে গিয়ে কর্মচারী ও জজ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আইনজীবী সমিতির সর্বসম্মতি সিদ্ধান্ত অনুযায়ী মাহাবুবুর ইসলামের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: