ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইবি শিক্ষার্থী

  • পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সুপ্রিতী দত্ত তমা। সরকারি বিধি মোতাবেক হলফনামায় স্বাক্ষরের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলামী বিধি মোতাবেক তার নাম রেখেছেন ত্বহিরা তাসনিম আয়াত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী তার ফেসবুকে আদালতে স্বাক্ষরকৃত হলফনামা পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

হলফনামায় তিনি বলেন, “আমার স্বজ্ঞানে ইসলামী পুস্তকাদি পড়ে তৌহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে জানতে পারি ইসলাম ধর্মই একমাত্র দুনিয়া ও আখিরাতে নাজাত দিতে পারে। আমি একমাত্র আল্লাহকে হাজির-নাজির জেনে কালেমা পাঠ করি। ইসলামী বিধি মোতাবেক আমার নাম ‍‍‘সুপ্রিতী দত্ত তমা’ এর স্থলে ‘ত্বহিরা তাসনিম আয়াত‍’ গ্রহণ করেছি। আপন খুশিতে কারও প্ররোচনা ছাড়া হলফনামা পড়ে, শুনে, সঠিকভাবে বুঝে, হলফনামার মর্ম ও ফলাফল সম্পর্কে অবগত হয়ে নিজের নাম সহি সম্পাদন করলাম।”

ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন- “আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। ৮ বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমান। আল্লাহ আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আমিন, আমার জন্য দোয়া করবেন।”

ত্বহিরা তাসনিম আয়াত, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গোবিন্দুপুর গ্রামের শ্যামল দত্তের মেয়ে। তার বয়স চব্বিশ বছর।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট আল মামুন বলেন, “ছাত্রীর মুসলিম হওয়ার বিষয়টি সত্য। বুধবার (১৯ অক্টোবর) তিনি আদালতে মুসলিম হয়েছেন এবং রেজিস্ট্রির মাধ্যমে কাবিন মুলে বিয়েও করেছেন।”

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইবি শিক্ষার্থী

পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সুপ্রিতী দত্ত তমা। সরকারি বিধি মোতাবেক হলফনামায় স্বাক্ষরের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলামী বিধি মোতাবেক তার নাম রেখেছেন ত্বহিরা তাসনিম আয়াত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী তার ফেসবুকে আদালতে স্বাক্ষরকৃত হলফনামা পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

হলফনামায় তিনি বলেন, “আমার স্বজ্ঞানে ইসলামী পুস্তকাদি পড়ে তৌহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে জানতে পারি ইসলাম ধর্মই একমাত্র দুনিয়া ও আখিরাতে নাজাত দিতে পারে। আমি একমাত্র আল্লাহকে হাজির-নাজির জেনে কালেমা পাঠ করি। ইসলামী বিধি মোতাবেক আমার নাম ‍‍‘সুপ্রিতী দত্ত তমা’ এর স্থলে ‘ত্বহিরা তাসনিম আয়াত‍’ গ্রহণ করেছি। আপন খুশিতে কারও প্ররোচনা ছাড়া হলফনামা পড়ে, শুনে, সঠিকভাবে বুঝে, হলফনামার মর্ম ও ফলাফল সম্পর্কে অবগত হয়ে নিজের নাম সহি সম্পাদন করলাম।”

ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন- “আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। ৮ বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমান। আল্লাহ আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আমিন, আমার জন্য দোয়া করবেন।”

ত্বহিরা তাসনিম আয়াত, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গোবিন্দুপুর গ্রামের শ্যামল দত্তের মেয়ে। তার বয়স চব্বিশ বছর।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট আল মামুন বলেন, “ছাত্রীর মুসলিম হওয়ার বিষয়টি সত্য। বুধবার (১৯ অক্টোবর) তিনি আদালতে মুসলিম হয়েছেন এবং রেজিস্ট্রির মাধ্যমে কাবিন মুলে বিয়েও করেছেন।”

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: