ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভাইরাল হতে যুবকের অদ্ভূত কাণ্ড!

  • পোস্ট হয়েছে : ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • 11

বিজনেস আওয়ার ডেস্ক: বিশ্বজুড়ে এখন ভাইরাল হওয়ার ট্রেন্ড পড়েছে। অদ্ভূত কাণ্ড করে ভাইরাল হতে ছুটছে তরুণ-তরুণীরা। বয়স্করাও এই দৌড়ে পিছিয়ে নেই। নেটমাধ্যমে নিজেকে ভাইরাল করাই হয়তো মূল উদ্দেশ্য। অদ্ভূত কাজের প্রতি সবার আগ্রহ বেশি থাকে। সেই ভিডিওতে ভিজিটরও পাওয়া যায়। তাই নতুন আইডিয়া নিয়ে প্রতিনিয়তই নেটমাধ্যমে হাজির হচ্ছেন ইউটিউবাররা। লাখ লাখ ভিউ পাওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়ও হয়ে উঠছেন রাতারাতি।

তেমনই এক ইউটিউবার হলে জাপানের হাজিমে। নেটমাধ্যমে নিত্যনতুন ভিডিও নিয়ে হাজির হন তিনি। এবার আরও একটি অদ্ভূত কাণ্ড ঘটিয়ে আলোচনার এলেন এই যুবক। কারণ নিজেকে বিশ্বের সবচেয়ে কালো মানুষ করার চেষ্টায় নেমেছেন তিনি। যাতে সফলও হয়েছেন। তার এই কাণ্ডের ভিডিও বার্তা দেখে হতবাক পুরো বিশ্ব।

হাজিমে নিজেকে বিশ্বের সবচেয়ে কালো মানুষ বানাতে চান। এই উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে কালো বাণিজ্যিক পেইন্ট ‘ভ্যান্টা ব্ল্যাক’কে বেছে নিয়েছেন তিনি। এই রঙে নিজেকে ও নিজের ঘরের সবকিছুও তিনি আড়াল করে রেখেছেন। পুরো কাজটি ভিডিওতে ধারণ করে নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। তার অনুসারীরাও কৌতুহলে ভিডিওটি দেখেও নিয়েছে। ইউটিউবে আপলোড করা ভিডিওটি দেখে মনে হচ্ছিল এ যেন ‘ব্ল্যাক হোল’। কারণ সবকিছু কালো রঙে পেইন্ট করে দেওয়ায় বাইরের কোনও আলোই সেখানে প্রবেশ করতে পারেনি। কারণ রঙটি সব আলো শুষে নিয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠান কোয়ো ওরিয়ের দাবি, এই কালো রং ৯৯.৪ শতাংশ দৃশ্যমান আলো শুষে নেওয়ার ক্ষমতা রাখে। খোলা বাজারে এই রং পাওয়া যাবে না। কারণ এটি দামেও চড়া।

এই কালো রং নিজের গায়েও মেখে নিয়েছেন হাজিমে। যদিও এই রং ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে বলে হুশিয়ারি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। সেই হুশিয়ারি উপেক্ষা করেই রং গায়ে ঘুরে বেড়িয়েছেন হাজিমে। বাইরে ঘুরেছেন, ছবি তুলেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কারণ শেয়ার করা ছবিটি দেখলে মনে হবে ঝলমলে রোদ্দুরের মধ্যে দাড়িয়ে রয়েছেন ছায়ামানুষ। যা সত্যিই অদ্ভূত দেখতে!

হাজিমেই প্রথম এই রঙটি গায়ে মেখেছেন। মূলত বিশ্বরেকর্ড গড়তেই কাজটি তিনি করেছেন বলে জানিয়েছেন। তবে পুরো কাজে নিজের কোনও ক্ষতি হয়নি, বরং আনন্দ পেয়েছেন বলে দাবি করছেন হাজিমে।

বিশ্বরেকর্ডের তালিকায় এখনও জায়গা না পেলেও বিশ্বজুড়ে অনুসারীদের প্রশংসা কুড়িয়েছে এই ইউটিউবার।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভাইরাল হতে যুবকের অদ্ভূত কাণ্ড!

পোস্ট হয়েছে : ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: বিশ্বজুড়ে এখন ভাইরাল হওয়ার ট্রেন্ড পড়েছে। অদ্ভূত কাণ্ড করে ভাইরাল হতে ছুটছে তরুণ-তরুণীরা। বয়স্করাও এই দৌড়ে পিছিয়ে নেই। নেটমাধ্যমে নিজেকে ভাইরাল করাই হয়তো মূল উদ্দেশ্য। অদ্ভূত কাজের প্রতি সবার আগ্রহ বেশি থাকে। সেই ভিডিওতে ভিজিটরও পাওয়া যায়। তাই নতুন আইডিয়া নিয়ে প্রতিনিয়তই নেটমাধ্যমে হাজির হচ্ছেন ইউটিউবাররা। লাখ লাখ ভিউ পাওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়ও হয়ে উঠছেন রাতারাতি।

তেমনই এক ইউটিউবার হলে জাপানের হাজিমে। নেটমাধ্যমে নিত্যনতুন ভিডিও নিয়ে হাজির হন তিনি। এবার আরও একটি অদ্ভূত কাণ্ড ঘটিয়ে আলোচনার এলেন এই যুবক। কারণ নিজেকে বিশ্বের সবচেয়ে কালো মানুষ করার চেষ্টায় নেমেছেন তিনি। যাতে সফলও হয়েছেন। তার এই কাণ্ডের ভিডিও বার্তা দেখে হতবাক পুরো বিশ্ব।

হাজিমে নিজেকে বিশ্বের সবচেয়ে কালো মানুষ বানাতে চান। এই উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে কালো বাণিজ্যিক পেইন্ট ‘ভ্যান্টা ব্ল্যাক’কে বেছে নিয়েছেন তিনি। এই রঙে নিজেকে ও নিজের ঘরের সবকিছুও তিনি আড়াল করে রেখেছেন। পুরো কাজটি ভিডিওতে ধারণ করে নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। তার অনুসারীরাও কৌতুহলে ভিডিওটি দেখেও নিয়েছে। ইউটিউবে আপলোড করা ভিডিওটি দেখে মনে হচ্ছিল এ যেন ‘ব্ল্যাক হোল’। কারণ সবকিছু কালো রঙে পেইন্ট করে দেওয়ায় বাইরের কোনও আলোই সেখানে প্রবেশ করতে পারেনি। কারণ রঙটি সব আলো শুষে নিয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠান কোয়ো ওরিয়ের দাবি, এই কালো রং ৯৯.৪ শতাংশ দৃশ্যমান আলো শুষে নেওয়ার ক্ষমতা রাখে। খোলা বাজারে এই রং পাওয়া যাবে না। কারণ এটি দামেও চড়া।

এই কালো রং নিজের গায়েও মেখে নিয়েছেন হাজিমে। যদিও এই রং ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে বলে হুশিয়ারি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। সেই হুশিয়ারি উপেক্ষা করেই রং গায়ে ঘুরে বেড়িয়েছেন হাজিমে। বাইরে ঘুরেছেন, ছবি তুলেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কারণ শেয়ার করা ছবিটি দেখলে মনে হবে ঝলমলে রোদ্দুরের মধ্যে দাড়িয়ে রয়েছেন ছায়ামানুষ। যা সত্যিই অদ্ভূত দেখতে!

হাজিমেই প্রথম এই রঙটি গায়ে মেখেছেন। মূলত বিশ্বরেকর্ড গড়তেই কাজটি তিনি করেছেন বলে জানিয়েছেন। তবে পুরো কাজে নিজের কোনও ক্ষতি হয়নি, বরং আনন্দ পেয়েছেন বলে দাবি করছেন হাজিমে।

বিশ্বরেকর্ডের তালিকায় এখনও জায়গা না পেলেও বিশ্বজুড়ে অনুসারীদের প্রশংসা কুড়িয়েছে এই ইউটিউবার।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: